Web bengali.cri.cn   
যৌথ নৌ মহড়ায় অংশ নিতে চীনা জাহাজ রুশ বন্দরে পৌঁছে গেছে
  2013-07-05 18:49:41  cri

জুলাই ৫: চীন ও রাশিয়ার যৌথ নৌ সামরিক মহড়ায় অংশগ্রহণ করতে চীনা জাহাজ রুশ সামরিক বন্দর ভ্লাদিভোস্টকে পৌঁছেছে। সর্বশেষ খবর অনুযায়ী চীন ও রাশিয়ার সকল অংশগ্রহণকারী জাহাজ সেখানে পৌঁছে গেছে। খবর সিন হুয়া বার্তা সংস্থার।

এ সময় রুশ প্যাসিফিক নৌবহর এক জাঁকজমকপূর্ণ সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে। সম্বর্ধনানুষ্ঠানে রুশ নৌবাহিনীর ডেপুটি স্টাফ প্রধান লিওনিদ শুখানভ বলেন, এটি চীন ও রাশিয়ার মধ্যে অনুষ্ঠিত দ্বিতীয় যৌথ সামরিক নৌ মহড়া। এটি এ অঞ্চলের মধ্যে একটি অন্যতম ব্যাপক যৌথ সামরিক মহড়া। এ মহড়ার উদ্দেশ্য হলো সমুদ্রে যৌথ প্রতিরোধ সামর্থ্য বৃদ্ধি করা।

চীনা নৌ বাহিনীর ডেপুটি সেনাপতি তিং ই পিং বলেন, এটি হচ্ছে চীন ও রাশিয়ার নৌ বাহিনী প্রথমবারের মতো রাশিয়ার পিটার দ্য গ্রেট বে অঞ্চলে পরিচালিত যৌথ মহড়া।(ওয়াং হাইমান/লিপন)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক