জুলাইয়ে চীন-রাশিয়া যৌথ সামরিক মহড়া
2013-07-03 16:53:05 cri
জুলাই ৩: ৫ থেকে ১২ জুলাই পর্যন্ত রাশিয়ার দূরপ্রাচ্যের উপসাগর "পিটার দ্য গ্রেট বে"-তে যৌথভাবে চীন ও রাশিয়া এক নৌ-সামরিক মহড়া পরিচালিত করবে। রুশ নৌবাহিনীর প্রায় ২০টি জাহাজ এ মহড়ায় অংশগ্রহণ করবে।
রুশ তথ্য মাধ্যম মঙ্গলবার এ খবর প্রকাশ করেছে। খবরে রাশিয়ার নৌবাহিনীর প্যাসিফিক নৌবহরের মুখপাত্র রোমান মার্টোভ-এর উদ্ধৃতি দিয়ে বলা হয়েছে, "এ মহড়ায় দু'দেশের ২০টিরও বেশি যুদ্ধজাহাজ, ১০টিরও বেশি বিমান ও হেলিকপ্টার অংশগ্রহণ করবে। মহড়ার প্রধান বিষয়ের মধ্যে থাকবে : জাহাজ মেরামত, অপহৃত জাহাজ উদ্ধার, সমুদ্র সরবরাহ ব্যবস্থা ইত্যাদি।
তিনি আরো বলেন, মহড়ায় অংশ নিতে চীনের ৭টি জাহাজ শুক্রবার রাশিয়ার ভ্লাদিভোস্টোকে পৌঁছবে। (শুয়েইফেইফেই/লিপন)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক