Web bengali.cri.cn   
বাংলাদেশে ভূমিহীনদের আশ্রয়ন প্রকল্প সম্প্রসারণ
  2013-08-14 16:34:46  cri

আগস্ট ১৪: বাংলাদেশের ভূমিহীন দরিদ্র নাগরিকদের জন্য গৃহীত 'আশ্রয়ন প্রকল্প' সম্প্রসারণ করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) এক বৈঠকে মঙ্গলবার এ সংক্রান্ত প্রস্তাবে অনুমোদন দেওয়া হয়।

ওই প্রস্তাবে প্রকল্পের বরাদ্দ বাড়িয়ে দ্বিগুণ করা এবং মেয়াদ তিন বছর বৃদ্ধির কথা বলা হয়েছে।

প্রাথমিক প্রস্তাব অনুযায়ী, ১ হাজার ১৬৯ কোটি টাকা প্রাক্কলিত ব্যয়ে এই প্রকল্পটি ২০১০ সালের জুলাই থেকে ২০১৪ সালের জুন মেয়াদে বাস্তবায়নের কথা ছিল।

প্রকল্পের মাধ্যমে ৫০ হাজার পরিবারকে পুনর্বাসনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল এবং ইতোমধ্যে ১৪ হাজার পরিবারকে পুনর্বাসন করা হয়েছে।

মঙ্গলবারের সভায় প্রকল্পটির মেয়াদ ২০১৭ সালের জুন পর্যন্ত বাড়ানো এবং প্রাক্কলিত ব্যয় ২ হাজার ২০৪ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে। সংশোধিত প্রকল্পের অধীনে আরো ৩৬ হাজার ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করার লক্ষ্য নির্ধারিত হয়েছে। (এসআর)

মন্তব্য
লিঙ্ক