মজিনা ও রাজ্জাকের সঙ্গে বৈঠক করলেন বেগম খালেদা জিয়া
2013-08-13 12:52:28 cri
আগস্ট ১৩: সোমবার রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার কার্যালয়ে সাক্ষাত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ব্যারিস্টার আবদুর রাজ্জাক এবং বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডাব্লিউ মজিনা।
রাত সোয়া দশটায় চেয়ারপার্সনের গুলশানের কার্যালয়ে তার সঙ্গে দেখা করেন ব্যারিস্টার রাজ্জাক। তবে, বৈঠকে তাদের মধ্যে কী বিষয়ে আলোচনা হয়েছে তা জানা যায়নি। এর আগে, রাত সাড়ে আটটা থেকে একই স্থানে বেগম খালেদা জিয়া এক ঘন্টার এক বৈঠকে মিলিত হন মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে। আগামীতে বিএনপি সরকার গঠনের সুযোগ পেলে কীভাবে দেশ চালাবে সেসম্পর্কে তিনি বৈঠকে কথা বলেন। অন্যদিকে বৈঠকে মজিনা জানান, যুক্তরাষ্ট্র চায় বাংলাদেশে একটি গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের জন্য বড় দলগুলোর মধ্যে সংলাপ অনুষ্ঠিত হোক। (আলিম)
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক