বিদেশে শ্রমিক পাঠাতে প্রতারণার সর্বোচ্চ শাস্তি ১০ বছরের জেল
2013-08-12 19:02:06 cri
বিদেশে শ্রমিক পাঠানোর ক্ষেত্রে প্রতারণা ও অনিয়মের জন্য সর্বোচ্চ শাস্তি ১০ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রেখে বৈদেশিক কর্মসংস্থান ও অভিবাসন আইনের খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ অনুমোদন দেয়া হয়। বেদেশী কর্মী পাঠাতে প্রতারণামূলক বিজ্ঞাপন প্রকাশ করলে অনধিক ৭ বছরের জেল ও ৫ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। পরে মন্ত্রিপরিষদ সচিব মোশাররাফ হোসেন ভূঁইয়া সাংবাদিকদের জানান, আইন অমান্য করলে লাইসেন্স বাজেয়াপ্ত ও বাতিলেরও বিধান রাখা হয়েছে।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক