Monday Apr 21th   2025 
Web bengali.cri.cn   
বাংলাদেশের চট্টগ্রাম সফর করবে চীনা নৌবাহিনীর ভাসমান হাসপাতাল 'পিস আর্ক'
  2013-08-12 18:57:40  cri
আগস্ট ১২: চীনা নৌবাহিনীর ভাসমান হাসপাতাল 'পিস আর্ক' আগামী সপ্তাহে বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম সফর করবে এবং সেখানে স্থানীয় বাসিন্দাদের বিনামূল্যে চিকিত্সাসেবা দেবে। ঢাকায় চীনা দূতাবাসের একজন সামরিক কর্মকর্তা সোমবার এক প্রেস ব্রিফিংয়ে এ-তথ্য জানান।

তিনি জানান, ইতোমধ্যেই হাসপাতালটি ব্রুনেই, দ্য গাল্ফ অব এডেন, মালদ্বীপ, পাকিস্তান ও ভারত সফর সম্পন্ন করেছে। গত ১০ জুন থেকে এর সফর কার্যক্রম শুরু হয়েছে এবং চলবে ১০ অক্টোবর পর্যন্ত। পরিকল্পনা অনুসারে, ভাসমান হাসপাতালটি মোট আটটি এশীয় দেশ ভ্রমণ করবে।

তিনি আরো জানান, হাসপাতালটিতে তিন শত শয্যা রয়েছে এবং এর চিকিত্সাসেবা চীনের সর্বোচ্চ মানের হাসপাতালের সমমানের। (সুবর্ণা/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক