বাংলাদেশের আর্থিক প্রতিষ্ঠানের জন্য পরিবেশবান্ধব নীতি
2013-08-14 15:55:19 cri
আগস্ট ১৪: ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলোর জন্য পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালা ঘোষণা করেছে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক।
জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় পরিবেশবান্ধব কার্যক্রম গ্রহণ এবং এ ধরনের খাতে অর্থায়নকে উত্সাহ দিতে এ নীতিমালা জারি করা হয়েছে। এর আগে ব্যাংকিং খাতের জন্যও একই ধরনের নীতিমালা ঘোষণা করা হয়।
সম্প্রতি জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ ব্যাংক সব আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের পরিবেশবান্ধব ব্যাংকিং নীতিমালা বাস্তবায়ন করতে বলেছে।
তিন ধাপে ২০১৫ সালের জুন নাগাদ এই নীতিমালা বাস্তবায়ন করার কথা বলা হয়েছে।
নীতিমালায় প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ কার্যক্রমে পানি, বিদ্যুত্, কাগজ ও জ্বালানি ব্যবহারে সাশ্রয়ী হতে বলা হয়েছে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, বিশুদ্ধ পানি সরবরাহ, পানি শোধন, বর্জ্য ব্যবস্থাপনা, জৈব-গ্যাস, জৈব সার প্রভৃতি পরিবেশবান্ধব কর্মসূচি বা প্রকল্পে অর্থায়নেও নজর বাড়াতে বলেছে বাংলাদেশ ব্যাংক। (এসআর)
সংশ্লিষ্ট প্রতিবেদন
| ||||
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক