Monday Apr 14th   2025 
Web bengali.cri.cn   
শুরু হয়েছে জামায়াতের টানা ৪৮ ঘন্টার হরতাল
  2013-08-13 12:56:47  cri

আগস্ট ১৩: মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর টানা ৪৮ ঘন্টার হরতাল। ১৮ দলীয় জোটের শরিকদের মধ্যে একমাত্র লেবার পার্টি এ হরতালে সমর্থন দিয়েছে। প্রধান শরিক দল বিএনপি আনুষ্ঠানিকভাবে সমর্থন দেয়নি। রাজনৈতিক দল হিসেবে জামায়াতের নিবন্ধন 'অবৈধ' ঘোষণা করে গত পয়লা আগস্ট দেয়া উচ্চ আদালতের একটি রায়ের বিরুদ্ধে এ হরতালের ডাক দিয়েছে জামায়াত। অবশ্য সোমবার দলের পক্ষ থেকে হরতাল সফল করার আহ্বানসম্বলিত বিবৃতিতে রায়ের বিরুদ্ধে কোনো কথা বলা হয়নি।

এদিকে, আদালতের রায়ের বিরুদ্ধে হরতাল দেয়ায় উচ্চ আদালতের একটি বেঞ্চ জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম ও প্রচার বিভাগের মোহাম্মদ ইব্রাহিমকে আগামী ১৬ সেপ্টেম্বর আদালতের সামনে হাজির হবার নির্দেশ দিয়েছে। তাদের বিরুদ্ধে কেন আদালত অবমাননার অভিযোগে ব্যবস্থা নেয়া হবে না, তার কারণ জানাতেও নির্দেশ দিয়েছে আদালত। (আলিম)

মন্তব্য
লিঙ্ক