Web bengali.cri.cn   
মধ্য এশিয়ার প্রতিকারমূলক কূটনীতির প্রতি জাতিসংঘের সমর্থন
  2013-07-16 18:44:40  cri

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ

জুলাই ১৬: জাতিসংঘের মধ্য এশিয়া অঞ্চলের প্রতিকারমূলক কূটনীতি বিষয়ক কেন্দ্র অঞ্চলের বিভিন্ন দেশকে যে সমর্থন দিয়েছে তার ভূয়সী প্রশংসা করেছে নিরাপত্তা পরিষদ।

সোমবার প্রকাশিত নিরাপত্তা পরিষদের এক বিবৃতিতে মধ্য এশিয়ার বিভিন্ন দেশের সঙ্গে এ কেন্দ্রের সমন্বয় ও সহযোগিতা জোরদার করার কথাও বলা হয়।

নিরাপত্তা পরিষদে ওই দিন এক রুদ্ধদ্বার অধিবেশন অনুষ্ঠিত হয়। অধিবেশনে জাতিসংঘ মহাসচিবের বিশেষ প্রতিনিধি এবং জাতিসংঘের মধ্য এশিয়া অঞ্চলের প্রতিকারমূলক কূটনীতি বিষয়ক কেন্দ্রের মহাপরিচালক মিরোস্লাভ জেনসা প্রতিবেদনের ওপর শুনানি হয়।

বিবৃতিতে বলা হয়, এই কেন্দ্র মধ্য এশিয়া দেশগুলোর সঙ্গে সমন্বয় ও সহযোগিতা জোরদার করবে বলে নিরাপত্তা পরিষদ উল্লেখ করে।

এতে বলা হয়, মধ্য এশিয়া অঞ্চলের উচিত প্রতিকারমূলক কূটনীতি ও সংলাপের মাধ্যমে শান্তি, স্থিতিশীলতা ও নিরবিচ্ছিন্ন উন্নয়নসহ বিভিন্ন ক্ষেত্রের চ্যালেঞ্জ মোকাবিলার সামর্থ্য বাড়ানো। (ওয়াং হাইমান/এসআর)

মন্তব্য
লিঙ্ক