Web bengali.cri.cn   
পেইচিংয়ে মিয়ানমার, ভিয়েতনাম, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলাদাভাবে বৈঠক করলেন ওয়াং ঈ
  2013-08-29 13:15:58  cri

আগস্ট ২৯: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ বুধবার পেইচিংয়ে আলাদাভাবে মিয়ানমার, ভিয়েতনাম, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করেন। চীন-আসিয়ান বিশেষ পররাষ্ট্রমন্ত্রী সম্মেলনে অংশগ্রহণকারী এই বিদেশি নেতৃবৃন্দের সঙ্গে বৈঠককালে চীনের পররাষ্ট্রমন্ত্রী দেশগুলোর সাথে দ্বিপাক্ষিক ও আন্তর্জাতিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী উ উন্না মাং এলউইনের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, "চীন আনন্দের সাথে লক্ষ্য করছে যে, মিয়ানমারের সাথে বিভিন্ন দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠিত হচ্ছে। চীন বিশ্বাস করে, মিয়ানমার নিজের রাষ্ট্রীয় অবস্থা আর জাতির মৌলিক স্বার্থের সাথে সংগতিপূর্ণ উন্নয়নের পথ খুঁজে বের করতে পারবে।"

চীন ও ভিয়েতনামের অভিন্ন কৌশলগত স্বার্থ আছে উল্লেখ করে চীনের মন্ত্রী ভিয়েতনামের পররাষ্ট্রমন্ত্রী ফাম বিন মিনকে বলেন, "দু'দেশের মধ্যে সহযোগিতার সম্ভাবনা ব্যাপক। দক্ষিণ চীন সাগর সমস্যায় দু'দেশের উচিত সহযোগিতার মনোভাব নিয়ে অগ্রসর হওয়া, মতভেদ দূর করা এবং বিদ্যমান চ্যালেঞ্জকে সুবিধায় রূপান্তরিত করা।"

মালয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ওয়াইবি দাতো আনিফা বিন হাজি আমানের সঙ্গে বৈঠককালে তিনি বলেন, "বর্তমানে চীন ও মালয়েশিয়ার সম্পর্ক প্রাণশক্তিতে ভরপুর। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের নতুন সুযোগও সৃষ্টি হচ্ছে। দু'দেশের উচিত সহযোগিতা আরো জোরদার করা এবং দ্বিপাক্ষিক সম্পর্কের দীর্ঘস্থায়ী সুষ্ঠু উন্নয়ন প্রক্রিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া।"

অন্যদিকে, সিঙ্গাপুরের পররাষ্ট্রমন্ত্রী কে. শানমুগামের সঙ্গে বৈঠককালে তিনি সিঙ্গাপুরের প্রধানমন্ত্রীর চীন সফরের কথা উল্লেখ করে বলেন যে, সফরের সময় চীনের শীর্ষ নেতার সঙ্গে প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে। এই বৈঠক দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চালিকাশক্তি যুগিয়েছে বলেও পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ঈ মন্তব্য করেন। (ইয়ু/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক