Web bengali.cri.cn   
সামরিক উপায়ে সিরিয়া সমস্যা সমাধান করা যাবে না: বান কি-মুনের সঙ্গে ফোনালাপে চীনের পররাষ্ট্রমন্ত্রী
  2013-08-30 16:33:19  cri
আগস্ট ৩০: চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বৃহস্পতিবার সিরিয়া পরিস্থিতি নিয়ে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন, জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইডো ভেস্তাভেলা এবং আরব লীগের মহাসচিব নাবিল আলাবির সঙ্গে ফোনে মতবিনিময় করেন। এসময় তিনি জোর দিয়ে বলেন, বাইরে থেকে একতরফা সামরিক অভিযান চালিয়ে সিরিয়া সমস্যা সমাধান করা যাবে না।

ফোনালাপের সময় তিনি জাতিসংঘ মহাসচিবকে আরো বলেন, সিরিয়ায় জাতিসংঘের তদন্তকারী দলকে স্বাধীনভাবে ও নিরপেক্ষভাবে কাজ করতে দিতে হবে; এক্ষেত্রে বাইরের চাপ গ্রহণযোগ্য নয়।

জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ও আরব লীগের মহাসচিবের সঙ্গে আলাপের সময় ওয়াং ই পুনরায় জোর দিয়ে বলেন, যুদ্ধ ও শান্তি সম্পর্কিত সমস্যায় বিভিন্ন পক্ষের উচিত স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করা এবং বাস্তবতাকে আমলে নেওয়া। এসময় তিনি সিরিয়া সমস্যা সমাধানের লক্ষ্যে দ্বিতীয় জেনেভা সম্মেলন আয়োজনের প্রস্তাব দেন এবং আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের ওপর গুরুত্বারোপ করেন। (খোং চিয়া চিয়া/আলিম)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক