'দক্ষিণ চীন সাগরের আচরণবিধি' সম্পর্কে চীনের অবস্থান ব্যাখা করলেন পররাষ্ট্রমন্ত্রী
2013-08-05 19:49:55 cri
আগস্ট ৫: চীনের পররাষ্ট্র মন্ত্রী ওয়াং ঈ বলেছেন, বতর্মানে চীন আসিয়ান দেশগুলোর সঙ্গে 'দক্ষিণ চীন সাগরের আচরণবিধি' প্রণয়ন নিয়ে আলোচনা করছে। তিনি বলেন, দক্ষিণ চীন সাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতা সম্মিলিতভাবে রক্ষার জন্য এই আচরণবিধি প্রণয়ন করা হচ্ছে।
সোমবার সাংবাদিকদেরকে ওয়াং ঈ বলেন, এই আচরণবিধি প্রণয়ন করার ক্ষেত্রে চীনের মনোভাব সক্রিয় ও উন্মুক্ত। কিন্তু এই আচরণবিধির ব্যাপারে বিভিন্ন পক্ষের মতামত ভিন্ন।
তিনি বলেন, কোনো কোনো দেশ মনে করে এই আচরণবিধি রাতারাতি কার্যকর হতে পারে। কিন্তু এটা বাস্তবসম্মত নয়। কারণ এটা হলো একটি জটিল সমন্বয়ের প্রক্রিয়া। সুতরাং বিভিন্ন পক্ষকে ঠান্ডা মাথায় এই ব্যাপারটি বিবেচনা করতে হবে। বিভিন্ন পক্ষকে নিষ্ঠার সঙ্গে এই জটিল ব্যাপারটি সামাল দিতে হবে। (চিয়াং/এসআর)
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক