
ভূমিকম্প কবলিত অঞ্চলে চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং(ছবি)

2013-04-21 11:00:33 cri
এপ্রিল ২১: চীনের প্রধানমন্ত্রী লি খে ছিয়াং শনিবার সিছুয়ান প্রদেশের লুশান ভূমিকম্প কবলিত অঞ্চলে গিয়ে ভূমিকম্পের উদ্ধার কাজ পরিদর্শন করেন।
লি খে ছিয়াং উদ্ধার সামগ্রী বহন করা হেলিকপ্টার করে ভূমিকম্পের বিধ্বস্ত অঞ্চল লুশান জেলায় যাওয়ার পথে উদ্ধার কাজ পর্যবেক্ষণ করেন।
লি খে ছিয়াং লুশান জেলার এক মাধ্যমিক স্কুলের তাঁবুতে উদ্ধার করা দুর্গত মানুষদের সঙ্গে সাক্ষাত্ করেন।
লি খে ছিয়াং লুশান জেলার এক হাসপাতালের চিকিত্সকদের কাছে আহতদের অবস্থা সম্পর্কে খোঁজ খবর নেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
