Web bengali.cri.cn   
গরুর চামড়া ও জুতা আবিষ্কার
  2013-03-05 19:07:20  cri

অনেক অনেক দিন আগের কথা। তখন মানুষ জুতার ব্যবহার জানতো না; তারা নগ্নপদে হাঁটতো। একদিন এক রাজা পাহাড়ের পথে হেঁটে যাচ্ছিলেন। পাহাড়ে পথে অসংখ্য পাথরের টুকরো ছিল। এ-সব পাথরে রাজার পা ক্ষত-বিক্ষত হল। রাজপ্রাসাদে ফেরার পর রাজা একটি নির্দেশ দিলেন। তার নির্দেশ অনুযায়ী, সারা দেশের রাস্তা গরুর চামরা দিয়ে ঢেকে দিতে হবে। তিনি মনে করলেন, এটা কেবল তার জন্য নয়, সারা দেশের জনসাধারণের মঙ্গলের জন্যই করা উচিত। কিন্তু সমস্যা হল: এতো চামরা পাওয়া যাবে কোথায়? দেশের সব গুরু জবাই করলেও যথেষ্ট চামরা হবে না। লোকজন রাজার এই নির্দেশকে অবাস্তব বলে গণ্য করলো। কিন্তু মুখে কিছু বলার সাহস পেল না। একদিন রাজার একজন সাহসী সেবক তাকে বললেন, 'মহারাজ, আপনি কীভাবে এ-ধারণা বাস্তবায়ন করবেন? এত বেশী গরুর চামরা পাওয়া সম্ভব হবে না। আমার একটি ধারণা আছে। দুই পিস গরুর চামরা দিয়ে আপনার পা ঢেকে দেয়া যায়।' সেবকের কথা শুনে রাজা অবাক হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে সেবকের প্রস্তাব গ্রহণ করলেন। তারপর তিনি তার আগের নির্দেশ বাতিল করলেন। এভাবেই চামরা জুতার প্রচলণ হলো।

এ-গল্পের মর্ম হচ্ছে: গোটা দুনিয়া পরিবর্তন করা অত্যন্ত কঠিন ব্যাপার। কিন্তু নিজেকে পরিবর্তন করা অপেক্ষাকৃতভাবে সহজ। মন পরিবর্তন করা হলে, মনোভাব পরিবর্তন করা যায়, মনোভাব পরিবর্তন করা হলে অভ্যাস পরিবর্তন করা যায় এবং অভ্যাস পরিবর্তন করা হলে জীবন পরিবর্তন করা যায়।

মন্তব্য
লিঙ্ক