Web bengali.cri.cn   
নিজের ব্যাপার খেয়াল করা
  2013-02-12 20:07:29  cri
এক দিন একজন বুদ্ধো কোন এবটি জায়গায় যাছিলেন। তাঁর পিছনে একজন যুবক ছিল। কিন্তু এই যুবক বুদ্ধোকে পছন্দ করে না। সে সারা পথে নানা ধরনের পদ্ধতিতে বুদ্ধোকে অপমান করল। অবশেষে বুদ্ধো এই যুবককে জিজ্ঞেস করলেন: " যদি একজন লোক তোমাকে একটি উপহার দিতে চায় , কিন্তু তুমি এই উপহার চাও না, তাহলে এই উপহার কার?' এই যুবক বলল: ' যে লোক এই উপহার দিতে চেয়েছে এই উপহার তার'। তারপর বুদ্ধো হাসি মুখে বললেন: " তুমি ঠিকই বলেছ, যদি আমি তোমার গালাগালি গ্রহণ না করি তাহলে তুমি কাকে গালাগালি করছ?' বুদ্ধোর এ কথা শুনে যুবকটি নিজের নাক স্পর্ষ করে চলে গেল। গল্পের মর্ম এই যে, যদি তোমার মন সুস্থ্য হয় তাহলে কোন কেউ তোমাকে ক্ষতি করতে পারে না। যদি আমরা সব সময় অন্যাদের আচরণের জন্য প্রভাবিত হয় তাতলে আমরা নিজেকে হারাতে পারবো।

এক দিন রানী বাইরে থেকে বাসায় ফিরে আসলেন। দরজা বুদ্ধ ছিল। উনি দরজাতে হাত দিয়ে টিপ করলেন। ভরতে তাঁর স্বামী জিজ্ঞেস করলেন: ' কে দরজাতে টিপ করছ?'। রানি উত্তর দিলেন: ' আমি রানী'। কিছু ক্ষণের অপেক্ষার পর দরজা খোলা হয়নি। তার পর রানী আবার দরজাতে টিপ করলেন। ভিতরে তাঁর স্বামী আবার জিজ্ঞেস করলেন: ' কে ?' । ' স্বদেশীয়দের শ্রদ্ধাপাত্র রানী, আমার গলা বুঝতে পার না?' কিছুক্ষণ পর দরজা আগের মতো বন্ধ আছে। রানী আবার দরজাতে টিপ দিলেন। ভিতরে তাঁর স্বামী জিজ্ঞেস করলেন: ' আবার কে দরজাতে টিপ করছ?' এবার রানী উত্তর দিলেন" ' আমি তোমার স্ত্রী'। এবার রানী স্বামী দরজা সঙ্গে সঙ্গে দরজা খুললেন। এই গল্পের মর্ম এই যে, বাইরে তোমার সামাজিক অবস্থা যত উচু হোক না কেন বাসাতে ফিরলে তুমি এই পরিবারের একজন সদস্য। স্বজনদের সামনে ব্যাতিক্রমের কিছু নেই।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক