Web bengali.cri.cn   
দার্শনিক গল্প
  2013-02-05 18:47:00  cri
এখন শুনুর প্রথম গল্প: এক দিন একজন কৃষক বন্যায় তার স্ত্রীকে উদ্ধার করল। কিন্তু তার ছেলে বন্যায় মারা গেল। এর পর লোকজনের মধ্যে গুজব উঠল । কেউ কেউ বলল, কৃষক স্ত্রীকে বাঁচিয়ে ঠিক করেছেন, কারণ সে আবার একটা ছেলে জন্ম দিতে পারবে। আবার কেউ কেউ বলল, এই কৃষক ভূল কাজ করেছেন। তাদের মতে স্ত্রী মারা গেলে আবার একটি স্ত্রী পেতে পারবে , কিন্তু ছেলে আর পারবেন। কিন্তু একটি সাক্ষাত্কারে এই কৃষক বললেন, তিনি তখন কিছু ভাবেননি। কারণ যখন বন্যা আসল তখন তার স্ত্রী তার পাশে ছিলেন। সুতরাং তিনি প্রথমে তার স্ত্রীকে উদ্ধার করলেন। যখন আবার তার ছেলে বাঁচতে চান তখন তার ছেলে বন্যায় ভেসে গেল। কৃষকের কথা থেকে প্রতিপন্ন হয়েছে, মানুষের জীবনে অনেক বাছাই ঠিক এই রকম।

এখন শুনুন দ্বিতীয় গল্প। এক সময় দু'জন ক্ষুর্ধাত লোক এক ধনী লোকের কাছ থেকে একটি ছিপ ও এক বাস্কিট মাছ পেয়েছে। কিন্তু তাদের মধ্যে একজন ছিপ চেয়েছেন, আরেকজন এক বাস্কিট মাছ চেয়েছেন। তারপর দু'জন পরস্পরের কাছ থেকে বিদায় নিল। যে লোক এক বাস্কিট মাছ পেয়েছে তিনি অল্প কয়েকটি দিনের মধ্যে সে সব মাছ খেয়ে ফেলে ক্ষুর্ধাত হয়ে মারা গেল। যে লোক ছিপটি পেয়েছে তিনি এই ছিপ নিয়ে কিছু দিন ভ্রমণ করেছেন। যখন সে সমুদ্রের তীরে পৌছল তখন তার গায়ে কোন শক্তি ছিল না। অবশেষে সে মারা গেল।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্য
লিঙ্ক