
সিআরআই ১৮তম জাতীয় কংগ্রেসের ৭ নভেম্বরের প্রেস ব্রিফিং সরাসরি সম্প্রচার করবে

2012-11-06 15:49:59 cri
নভেম্বর ৬: বুধবার বিকেল সাড়ে চারটায় চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের মুখপাত্রের প্রেস ব্রিফিং পেইচিংয়ের মহাগণভবনের তিন তলার 'সোনালী' হলে অনুষ্ঠিত হবে।
চীন আন্তর্জাতিক বেতার চীনের ম্যান্ডারিন ও ইংরেজী ভাষায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠানস্থল থেকে সরাসরি সম্প্রচার করবে। সরাসরি সম্প্রচারের সময় এ অনুষ্ঠান সিআরআই অনলাইনে চীনা, ইংরেজী ভাষায় চীনা বেতার ওয়েবসাইটের মাধ্যমে সম্প্রচার করা হবে। একই সময় চীনের কেন্দ্রীয় টেলিভিশন কেন্দ্র সিসিটিভি এবং কেন্দ্রীয় গণ বেতারও এ প্রেস ব্রিফিং সরাসরি সম্প্রচার করবে। (ইয়ু / আবাম)
মন্তব্য

| ||||
মন্তব্য



ওয়েবরেডিও
বিশেষ আয়োজন
অনলাইন জরিপ
লিঙ্ক
