

নভেম্বর ৬: চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেস ৮ নভেম্বর পেইচিংয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এর ওপর দেশ বিদেশের সবার দৃষ্টি নিবদ্ধ থাকবে। রোববার ও সোমবার সারা চীন থেকে ২ হাজার ২০০ জনেরও বেশি প্রতিনিধি বাস, রেলগাড়ি ও বিমান যোগে পেইচিংয়ে পৌঁছেছেন।
প্রতিনিধিরা সংবাদ মাধ্যমে সাক্ষাত্কার দেয়ার সময় আস্থা প্রকাশ করে বলেন, চীনের উন্নয়নের সন্ধিক্ষণে অনুষ্ঠেয় ১৮তম জাতীয় কংগ্রেস হচ্ছে একটি ঐতিহাসিক মহাসম্মিলনী। এটা অবশ্যই চীনের উন্নয়নের ইতিহাসে আরো নতুন নতুন উজ্জ্বল অধ্যায়ের সৃষ্টি করবে।
জানা গেছে, ১৮তম জাতীয় কংগ্রেসে অংশগ্রহণকারী প্রতিনিধিদের সময় মতো উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে রেলপথ ও বেসামরিক বিমান চলাচলের পাশাপাশি প্রতিনিধিদের হোটেলে থাকার সুব্যবস্থাসহ আনুষঙ্গিক সব কিছুই সংশ্লিষ্ট বিভাগ নিখুঁতভাবে সম্পন্ন করেছে। এখন অভ্যর্থনার কাজ পুরোদমে চলছে। (ইয়ু / আবাম)




আরো>> |
