Web bengali.cri.cn   
চীনের নতুন নেতৃত্ব ন্যায়সংগত শাসনব্যবস্থা অব্যাহত রাখবে: চীনে অ্যাঙ্গোলার রাষ্ট্রদূতের আশাবাদ
  2012-11-05 19:14:00  cri

নভেম্বর ৫: চীনে অ্যাঙ্গোলার রাষ্ট্রদূত জোয়াও গার্ছিয়া বিরেস সোমবার চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেন যে, চীনের কমিউনিস্ট পার্টির নতুন নেতৃত্ব ন্যায়সংগত শাসনব্যবস্থা অব্যাহত রাখবে বলে তিনি আশা করেন। রাষ্ট্রদূত জানান, তিনি চীনের কমিউনিস্ট পার্টির আসন্ন ১৮তম জাতীয় কংগ্রেসের ওপর নজর রাখছেন।

অ্যাঙ্গোলার রাষ্ট্রদূত বলেন, "আশা করি, কমিউনিস্ট পার্টির নেতৃত্বে চীন বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি বিবেচনায় রেখে এমন নীতি গ্রহণ করবে যাতে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার কাজ এগিয়ে যায় এবং বিভিন্ন দেশের মধ্যে সম্পর্ক আরো উন্নত হয়।" তিনি গেল দশ বছরে চীনের সমাজ ও অর্থনীতির ব্যাপক উন্নয়নের কথা উল্লেখ করে আরো বলেন, চীনের উন্নয়ন গোটা বিশ্বের উন্নয়নের সাথে সম্পর্কিত। (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক