Web bengali.cri.cn   
পার্টি-বহির্ভূত ব্যক্তিদের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আলোচনা
  2012-11-05 19:17:53  cri

নভেম্বর ৫: চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি শনিবার চোংনানহাইতে পার্টি-বহির্ভূত ব্যক্তিদের সঙ্গে এক আলোচনা সভায় মিলিত হয়। সভায় চীনের কমিউনিস্ট পার্টির ১৮তম জাতীয় কংগ্রেসের বিবরণী নিয়ে বিভিন্ন ডেমোক্র্যাটিক পার্টির কেন্দ্রীয় কমিটি, জাতীয় শিল্প ও বণিক ফেডারেশনের নেতা আর নির্দলীয় ব্যক্তিদের মতামত ও প্রস্তাব শোনা হয়। চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক হু চিন থাও আলোচনা সভায় ভাষণ দেন।

আলোচনা সভায় পার্টি-বহির্ভূত ব্যক্তিরা প্রবৃদ্ধি স্থিতিশীল করা এবং কাঠামো সুবিন্যাস করার লক্ষ্য বাস্তবায়ন করা, চীনের কমিউনিস্ট পার্টির নেতৃত্বাধীন বহুদলীয় সহযোগিতা ও রাজনৈতিক পরামর্শব্যবস্থা কার্যকর করা, দুর্নীতি দমনের মাত্রা আরো জোরদার করাসহ নানা বিষয়ের ওপর মতামত ব্যক্ত করেন।

সভায় হু চিন থাও বলেন, "বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতি গভীর ও জটিল পরিবর্তনের মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে। এ প্রেক্ষাপটে চীনের সামনে সংস্কার, উন্নয়ন ও স্থিতিশীলতার চ্যালেঞ্জ আরো কঠিন হয়েছে। আমাদের উচিত প্রাপ্ত সুযোগ কাজে লাগিয়ে সক্রিয়ভাবে সেসব চ্যালেঞ্জ মোকাবিলা করা।" (ইয়ু/আলিম)

মন্তব্য
লিঙ্ক