Web bengali.cri.cn   
শরত্কাল সম্পর্কিত গানগুলো
  2015-10-15 14:28:28  cri

শ্রোতা, এখন আপনারা যে গানটি শুনছেন তা হলো 'Late Autumn' শিরোনামে চলচ্চিত্রের থিম সঙ্গীত। কোনো কোনো লোক বলে থাকেন, শরত্কাল একটি বিষণ্ণ ঋতু। কারণ শরত্কাল থেকে আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করে। শীত পরে যায় এবং এই ঋতুতে গাছের পাতাও শুকিয়ে ঝরে পড়ে। বসন্তকালের তুলনায় শরত্কাল তেমন প্রাণবন্ত নয়। তবে আমি বলতে চাই, শরত্কাল হলো চার ঋতুর মধ্যে সবচেয়ে সুন্দর ঋতু। কারণ এই ঋতুতে আবহাওয়া বেশি গরম নয়, বেশি শীতও নেই, খুব আরামদায়ক, তাই না?

প্রিয় শ্রোতা, এখন আমি যে গানটি বাজাচ্ছি তার নাম 'kiss'। বিভিন্ন চুম্বনের বিভিন্ন অর্থ আছে। প্রেমিক প্রেমিকার কাছে চুম্বন হলো মিষ্টি। শিশুর জন্য বাবা-মার চুম্বন হলো স্নেহশীল। তবে আরেক ধরনের চুম্বন আছে, তা হলো চুম্বনের মধ্য দিয়ে একে অপরের কাছ থেকে বিদায় নেওয়া, অর্থাত্ বিদায় চুম্বন।

সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, এখন আমরা একসঙ্গে আজকের সুরের ধারায় অনুষ্ঠানের শেষ গানটি শুনবো। এ গানের নাম 'অপেক্ষা'। অপেক্ষা করার প্রক্রিয়া লম্বা ও কষ্টকর। তবে প্রিয় জনের জন্য অপেক্ষা করা দারুণ মিষ্টি, দারুণ গ্রহণযোগ্য এবং উত্তেজনাপূর্ণ।

সুপ্রিয় শ্রোতা, গান শুনতে শুনতে আমাদের সময় একদম ফুরিয়ে এলো। এবার বিদায় নেবার পালা। বিদায় নেয়ার আগে আপনাদের আরো একবার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি।

আগামী সপ্তাহে আবারো কথা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। শুভ বিদায়। চাই চিয়েন। (লিলি/মান্না)


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040