Web bengali.cri.cn   
শরত্কাল সম্পর্কিত গানগুলো
  2015-10-15 14:28:28  cri



সুপ্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সাথে আছি আমি লিলি লাবণ্য।

প্রিয় শ্রোতা, কেমন আছেন আপনারা? নিশ্চয় ভালো। আমিও ভালো আছি। এই বৃহস্পতিবার 'সুরের ধারায়' অনুষ্ঠানে সবার সঙ্গে কথা বলার সুযোগ পেয়ে আমি খুবই খুশি।

শ্রোতাবন্ধুরা, আজকের 'সুরের ধারায়' অনুষ্ঠানে আমি 'Late Autumn' শিরোনামে দক্ষিণ কোরিয়ার একটি চলচ্চিত্রের বেশ কয়েকটি সঙ্গীত শোনাবো আপনাদের।

এ চলচ্চিত্রের প্রধান চরিত্রে রূপদানকারী অভিনেত্রী একজন চীনা। তার নাম থাং ওই। তিনি পরে এ চলচ্চিত্রের পরিচালক (Kim Tae Yong) কিম তায় ইয়োংকে বিয়ে করেন।

'Late Autumn' চলচ্চিত্রে থাং উইয়ের অভিনীত প্রধান নারী চরিত্রের নাম হলো আন্না। আন্না নামে একজন প্রবাসী চীনা স্বামীকে হত্যা করার কারণে জেলে বন্দী হন। ৭ বছর পর নিজের মার অন্ত্যোষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তিনদিনের জন্য বাইরে যাওয়ার অনুমতি পান আন্না। তাই আন্না জন্মস্থান সিয়াটেলে যাওয়ার জন্য বাসে উঠেন। একই বাসে ওঠা 'হুন' নামে একজন এশিয়ানও এ বাসে উঠেন। হুনের কাছে বাসের টিকিট কেনার জন্য যথেষ্ট টাকা ছিলো না। তাই তিনি আন্নার কাছ থেকে টাকা ধার নেন। তিনি নিজের হাতঘড়িটি বন্ধক হিসেবে আন্নাকে দেন। তারা সিদ্ধান্ত নেন, সিয়াটেলে পৌঁছানোর পর আবার মিলিত হবেন এবং তখন হুন পাওনা টাকা আন্নাকে পরিশোধ করবেন। এভাবে বিভিন্ন প্রেক্ষাপটে দু'জন অচেনা মানুষের মধ্যে খুব জটিল তবে আন্তরিক ভালোবাসা শুরু হয়।

এ চলচ্চিত্রের পরিণতি কি হবে? আন্না এবং হুনের জীবনে কি ধরনের ঘটনা ঘটে? এসব প্রশ্ন জানতে ইন্টারনেটে একটু খুঁজে পুরো চলচ্চিত্রটি দেখবেন প্লিজ।

আজকের সুরের ধারায় অনুষ্ঠানে আমরা প্রথমে 'Late Autumn' শিরোনামে এ চলচ্চিত্রের বেশ কয়েকটি গান উপভোগ করবো। 

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040