Web bengali.cri.cn   
দ্বিতীয় বিশ্বযুদ্ধের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র 'দ্য বয় ইন দ্য স্ট্রাইপড পাজামাস'
  2015-09-03 15:06:02  cri

নিজের বন্ধু শমুয়েলর কাছ থেকে বিদায় নেওয়ার জন্য ব্রুনো আবার তারের জাল দিয়ে নির্মিত সেই দেয়ালের কাছে যায়।

শমুয়েল ব্রুনোকে জানায়, তার বাবা তিন দিন ধরে অদৃশ্য। এই কথা শুনে ব্রুনো অন্য জায়গা চলে যাওয়ার আগে নিজের প্রিয় বন্ধুর জন্য কিছু করতে চায়। তাই সে দেয়ালের অন্য পাশে প্রবেশ করে শমুয়েলের বাবাকে খুঁজে বের করার সিদ্ধান্ত নেয়। শমুয়েলের সাহায্যে ব্রুনো ডোরাকাটা পাজামা পড়ে কাঁটাতারের নীচ দিয়ে সেই শিবিরে প্রবেশ করে।

শিবিরে প্রবেশের পর ব্রুনো উপলব্ধি করে যে, এ জায়গা ভিডিওতে প্রদর্শনের মতো এত সুন্দর নয়।সে বুঝতে পারে এই শিবির দারুণ ভয়ঙ্কর। সেখানে সে ভিডিওতে প্রদর্শিত কোনো জিনিস দেখতে পায় না। ব্রুনো ভয় পেতে থাকে এবং সে বাসায় ফিরে যেতে চায়।

দু'জন ছেলে বন্দীশিবিরের জনভীড়ে দিশেহারা হয়ে যায় এবং ধাপে ধাপে মৃত্যুর কাছাকাছি চলে যায়।

একদিন ব্রুনোর মা দেখেন যে, ব্রুনো বাসায় নেই। সকলে পাগলের মতো ব্রুনোকে খুঁজতে থাকেন। দু'জন ছেলে গ্যাস চেম্বারে আটকা পড়ে।

যখন লোকেরা গ্যাস চেম্বারের দরজার সামনে পৌঁছে, তখন ভেতর থেকে তারা কোনো শব্দ পান না। তারা দেখতে পান, শুধু ডোরাকাটা পাজামা দরজার পাশে পড়ে রয়েছে। অবশেষে ব্রুনোর মায়ের আর্তনাদের মধ্যে দিয়ে শেষ হয় গোটা চলচ্চিত্রটি।

'আলোছায়া' পরিবেশনায় লিলি লাবণ্য ও এনামুল হক টুটুল।


1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040