Web bengali.cri.cn   
চীনে জাপানের আগ্রাসনের ইতিহাস ও চীনাদের অদম্য প্রতিরোধ যুদ্ধ সম্পর্কিত তথ্যচিত্র 'কুকান'
  2015-04-23 15:36:59  cri

স্কটের তথ্যচিত্রে দেখা যায়, তখনকার ছোংছিংবাসীরা জাপানি বিমানের বাহিনীর অব্যাহত বোমা হামলায় স্নিগ্ধভরা হাসিমাখা মুখ নিয়ে সবকিছু মোকাবেলা করছেন। দেখা যায় এসময় ক্লাসরুমে মনোযোগ দিয়ে লেখাপড়া করছে ছেলেমেয়েরা ।

যখন বিমান হামলা সম্পর্কিত সতর্কতা জারি করে এ্যালার্ম বাজানো হয় তখন ছোংছিংবাসীরা শান্ত ও সুশৃঙ্খলভাবে আশ্রয়স্থলে প্রবেশ করেন।

চীনের সাউথওয়েস্ট ইউনিভার্সিটির অধ্যাপক পান সুন এ তথ্যচিত্র দেখার পর বলেন, জাপানি বাহিনীর বিমান হামলার সেই যুগে ছোংছিংবাসীরা চীনা নাগরিক হিসেবে বিশ্বের কাছে দৃঢ়তা ও আশা প্রদর্শন করতেন। যখন জাপানি বাহিনীর বিমান হামলা শেষ হতো, তখন আগে বাসায় ফিরে যাওয়া ছোংছিংবাসীরা নিজ নিজ বাড়ির সামনে লণ্ঠন জ্বালিয়ে অন্যদের বাসায় যাওয়ার পথ আলোকিত করতেন।

জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনাদের প্রতিরোধ যুদ্ধ বিষয়ক গবেষণামূলক কেন্দ্রের পরিচালক চৌ ইয়োং বলেন, এই তথ্যচিত্রটি নির্দিষ্ট একটি হলে সারা বছর নিয়মিতভাবে প্রচার করা হবে। তিনি বলেন,

'আমরা মিডিয়ার সঙ্গে সহযোগিতা করতে চাই। বিভিন্ন স্থানে এই তথ্যচিত্রটি প্রদর্শন করবো'।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040