Web bengali.cri.cn   
চীনে জাপানের আগ্রাসনের ইতিহাস ও চীনাদের অদম্য প্রতিরোধ যুদ্ধ সম্পর্কিত তথ্যচিত্র 'কুকান'
  2015-04-23 15:36:59  cri



সম্প্রতি চীনের কেন্দ্র-শাসিত মহানগর ছোং ছিং শহরে 'কুকান' নামে একটি তথ্যচিত্র পুনরায় জনসমক্ষে প্রদর্শিত হয়। এই তথ্যচিত্রটিতে চীনে জাপানি বাহিনীর আগ্রাসনের ইতিহাস ও চীনা জনগণের অদম্য প্রতিরোধের কাহিনী তুলে ধরা হয়।এ তথ্যচিত্র যখন প্রথমবার প্রকাশ্যে প্রদর্শিত হয়, তখন জনগণের মধ্যে তা ব্যাপক সাড়া ফেলে এমনকি অস্কার পুরষ্কারও লাভ করে। তারপর প্রায় সত্তর বছর এ তথ্যচিত্র প্রদর্শনের আর কোনো খবর পাওয়া যায় নি।

লি: হয়তো অধিকাংশ শ্রোতাই জানেন যে, চলতি বছর হলো বিশ্ব ফ্যাসিবাদবিরোধি যুদ্ধ এবং জাপানের আগ্রাসনের বিরুদ্ধে চীনা জনগণের বিজয়ের ৭০তম বার্ষিকী।

হ্যাঁ, সম্প্রতি অস্কার পুরষ্কারপ্রাপ্ত 'কুকান' তথ্যচিত্রটি চীনের কেন্দ্র-শাসিত মহানগর ছোং ছিং শহরে দর্শকদের সামনে পুনরায় প্রদর্শিত হয়। দীর্ঘ সময় পর দর্শকদের সামনে আবার এ তথ্যচিত্রের প্রদর্শন সম্প্রতি চীনের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ঘটনা।

চীনা বংশোদ্ভূত মার্কিন নাগরিক লি লিং আইয়ের উদ্যোগে এবং বিনিয়োগে 'কুকান' তথ্যচিত্রটি নির্মাণ করা হয়। তথ্যচিত্রটির সময়সীমা ৮৫ মিনিট।

মার্কিন সাংবাদিক রেই স্কট ১৯৩৭ সাল থেকে ১৯৪০ সাল পর্যন্ত চীনের শাংহাই, নানচিং, কুয়াংচৌ, ছোংছিং, ছেংতুসহ বেশ কয়েকটি জায়গায় ঘুরে বেড়ান। এই চার বছরে ১৫ হাজারেরও বেশি কিলোমিটার পথ অতিক্রম করে যুদ্ধে ক্ষতিগ্রস্ত চীনের বিভিন্ন শহরের শুটিং করেন তিনি।

1 2 3
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040