|
আচ্ছা, এখন সবাই একসঙ্গে এ চলচ্চিত্রের কয়েকটি গান উপভোগ করবো,কেমন?
প্রিয় শ্রোতা, আপনারা এখন যে গানটি শুনছেন তার নাম হলো 'তুমি জানো বা না জানো'।
আমরা সবাই মিলে আজকের অনুষ্ঠানের শেষের গানটি শুনবো। গানের নাম হলো 'সেই দিনে'।
গানের কথা প্রায় এরকম,
সেই দিনে ভাগ্যের লেখনিতে আমাদের একে অপরের সঙ্গে দেখা হয়।
তোমাকে প্রথম দেখায় আমি জানি, আমি বসন্তকাল দেখেছি।
সেই দিনটি আমার মনে চিরদিনের জন্য বিরাজ থাকুক।
তুমি আমার মনে চিরস্থায়ী হও।
তবে সেই দিনের পর তুমি আমার কাছ থেকে দূরে চলে যাও।
এই বিশ্বে তুমি ছায়ার মতো অদৃশ্য হও।
সেই দিন আমি কখনও ভুলে যাবো না।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |