|
yingshi
|
আপনারা শুনছেন চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের 'সুরের ধারা' অনুষ্ঠান। আর এ আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমি লিলি লাবণ্য।
প্রিয় শ্রোতা, আজকের অনুষ্ঠানে আমি 'সি ইজ দ্য ম্যান' নামে যুক্তরাষ্ট্রের একটি চলচ্চিত্রের কয়েকটি গান শোনাবো। আশা করি, সবাই গানগুলো পছন্দ করবেন।
ভায়োলা এবং সেবাস্তিয়ান হচ্ছেন যমজ ভাই বোন। কিন্তু তাঁদের চারিত্রিক বৈশিষ্ট্য যেন একে অপরের সম্পূর্ণ বিপরীত। ভাই পিয়ানো বাজাতে ও গান গাইতে এবং বোন ফুটবল খেলতে পছন্দ করেন।
তবে মেয়েদের ফুটবল কোনো গুরুত্ব না পাওয়ায় স্কুলের নারী ফুটবল দল বাতিল করা হয়। এদিকে স্কুলের ফুটবল কোচ ছেলেদের দলেও তাঁকে খেলার অনুমোদন দেন না।
একবার বড় ভাই সেবাস্তিয়ান দু'সপ্তাহের জন্য লন্ডন যাওয়ার সিদ্ধান্ত নেন। এই সুযোগে ভায়োলা বড় ভাই সেবাস্তিয়ানের ছদ্মবেশ ধরে নতুন স্কুলে নিবন্ধন করার কথা ভাবেন। কারণ সে বড় ভাইয়ের স্কুলের ফুটবল দলে যোগ দিয়ে নিজ স্কুলের ছেলেদের ফুটবল দলকে পরাজিত করতে চায়। তবে একজন মেয়ে হিসেবে ছেলেদের হোস্টেলে থাকা এবং ছেলে রুমমেটের কাছ থেকে সর্বক্ষণ নিজের পরিচয় লুকিয়ে রাখা ভীষণ একটি কঠিন ব্যাপার।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |