Web bengali.cri.cn   
'ড্যাড, হোয়ার আর উই গোয়িং?'
  2015-03-12 08:54:45  cri

হ্যাঁ, আসলে কোনো কোনো বিশ্লেষকদের দৃষ্টি থেকে বলা যায়, 'ড্যাড, হোয়ার আর উই গোয়িং?' ধারাবাহিক চলচ্চিত্রের মধ্য দিয়ে এক নতুন ধরনের চলচ্চিত্রের রূপ তৈরি হয়েছে। তা হলো 'আর্ট ফিল্ম'। তবে অনেকে এই কথায় দ্বিমত পোষণ করেন। তাঁরা মনে করেন, এ ধরনের ধারাবাহিক চলচ্চিত্র সত্যিকার চলচ্চিত্র নয়। এ চলচ্চিত্রের নির্মাতারা প্রতি সপ্তাহের কোনো একদিন টিভি বেতারে প্রচারিত টিভি অনুষ্ঠানকে শুধুমাত্র একটু পরিবর্তন করে সিনেমা হলে প্রদর্শন করেন। তাই তাঁরা মনে করেন, চীনের চলচ্চিত্র বাজারে 'ড্যাড, হোয়ার আর উই গোয়িং? চলচ্চিত্রের মতো এমন ধরনের চলচ্চিত্র প্রদর্শন করা উচিত নয়। যদি এ ধরনের চলচ্চিত্র চীনে জনপ্রিয় হয়ে উঠে তাহলে সেটি হবে চীনের চলচ্চিত্রের জন্য খুবই দুঃখজনক।

আসলে এ বিষয়ে আমি মনে করি, প্রত্যেক শিল্পেরই একটি বৈশিষ্ট্য রয়েছে । আমাদেরকে বুঝতে হবে, চলচ্চিত্রের ভূমিকা কি? জনগণের জন্য বিনোদন বয়ে আনার সঙ্গে সঙ্গে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, ঐতিহাসিক বিভিন্ন ঘটনা তুলে ধরা হয় এতে। তাইনা? তাই জনগণের জীবনে চলচ্চিত্রের ইতিবাচক ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। তবে সব চলচ্চিত্রই যে সবসময় অতিরিক্ত সামাজিক দায়িত্ব পালন করবে, তা কিন্তু নয় এবং সেটি সবসময় আশা করাও ঠিক হবেনা। যেমন আজকের এই চলচ্চিত্র।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040