Web bengali.cri.cn   
'ড্যাড, হোয়ার আর উই গোয়িং?'
  2015-03-12 08:54:45  cri


'ড্যাড, হোয়ার আর উই গোয়িং?' হলো চীনের হুনান প্রদেশের টিভি বেতারের একটি অতি বিখ্যাত টিভি অনুষ্ঠান। এ অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিখ্যাত পাঁচ জন তারকা বাবা এবং তাঁদের ছেলেরা একসঙ্গে ভ্রমণ করেন। ভ্রমণের প্রক্রিয়ায় বাবা নিজেই সন্তানদের যত্ন নেন। মা তাঁদের সঙ্গে থাকেন না।

মনে হয়, বাসায় বাবা একাএকা সন্তানদের যত্ন নিলে ছোটখাটো কিছু ভুল করতে পারেন। সেজন্য নিশ্চয়ই ভ্রমণের পথে অনেক আকস্মিক ঘটনা ঘটে। দর্শকেরা এই টিভি অনুষ্ঠানে হয়তো অনেক মজার ঘটনা দেখতে পারেন। তাই না?

অধিকাংশ মানুষের ধারণায়, বাবা হয়তো মায়ের মতো তেমন সাবধান নন, সন্তানদের দেখাশোনার ক্ষেত্রে বাবা তেমন সুদক্ষ নন।

এই টিভি অনুষ্ঠান চীনে যে কতটা জনপ্রিয় তা নিয়ে কোনো সন্দেহ নেই। কেননা এই অনুষ্ঠান বাবা-মার দৃষ্টি আকর্ষণ করা ছাড়াও, বাচ্চাদের দৃষ্টিও আকর্ষণ করতে সক্ষম।

‌এতক্ষণ আমরা চীনের হু নান টিভি বেতারের টিভি অনুষ্ঠান 'ড্যাড, হোয়ার আর উই গোয়িং?' নিয়ে একটু আলোচনা করলাম। এখন আমরা একই নামের চলচ্চিত্রের দিকে দৃষ্টি ফেরাবো।

'ড্যাড, হোয়ার আর উই গোয়িং?' নামের চলচ্চিত্রটি একই নামের টিভি অনুষ্ঠানের অবলম্বনে রিমেক করা।

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040