Web bengali.cri.cn   
বর্তমান ইরাকের চলচ্চিত্র নির্মাতাদের চলচ্চিত্রের বিষয়বস্তু ও সেদেশের চলচ্চিত্রের ইতিহাস ও বর্তমান অবস্থা
  2014-09-25 08:58:08  cri



বর্তমানে ইরাক মানেই অব্যাহত যুদ্ধ, বিস্ফোরণ ও মৃত্যু। তবে সেদেশের নাগরিক তথা সেখানে বসবাসকারীদের জন্য ইরাক নি:সন্দেহে তাঁদের জন্মস্থান। সেখানে তাঁদের বন্ধু আছে, আত্মীয়স্বজন আছে, জীবন আছে। সেই সঙ্গে দেশটির মাটি, বাতাস, প্রকৃতির সাথে তাদের রয়েছে হৃদয়ের বন্ধন। যুদ্ধে ও বিস্ফোরণে নিহত প্রতিটি মৃতদেহই হলো তাঁদের স্বদেশবাসী।

কাতারে নিযুক্ত চীন আন্তর্জাতিক বেতার 'ইরাকের চলচ্চিত্র নির্মাতারা ফিল্মের মাধ্যমে যুদ্ধে বসবাসকারীদের জীবন তুলে ধরেন' শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করেছে। সেই প্রতিবেদনে বলা হয়েছে,

বাগদাদের টাইগ্রিস নদীর পারে একটি দু'তলার প্রাচীন ও পুরনো স্থাপনা আছে। সেখানে ইরাকের প্রথম অর্থমন্ত্রীর বাসভবন ছিলো। তারপর সেখানে এক যুদ্ধের ঘটনা ঘটে এবং সেনাবাহিনী এই বাসভবন দখল করে নেয়। বর্তমানে এই ভবনের দরজার একটি বোর্ডের লেখা থেকে জানা যায়, এটি হচ্ছে ইরাকের স্বাধীন চলচ্চিত্র কেন্দ্র। একদল ইরাকী চলচ্চিত্র নির্মাতা যার যার শিল্পকর্মের মাধ্যমে বিশ্বের কাছে ইরাকী জনগণের জীবনের গল্প জানানোর চেষ্টা করছেন।

চলচ্চিত্র কেন্দ্রের একজন সদস্য ইয়াহয়া আল-আল্লাক বলেন, ইরাক প্রসঙ্গে বাইরের মানুষের জানাশোনা শুধুমাত্র নেতিবাচক তিনি বলেন, 'সাধারণত ইরাকের বাইরের মানুষেরা খবরের মাধ্যমে ইরাকী জনগণের ব্যাপার জানতে পারেন। যেমন, বিস্ফোরণ, সন্ত্রাসবাদ আইএসআইএলসহ বিভিন্ন চরমপন্থী সংগঠন প্রভৃতি। তবে এখানকার বাসিন্দারা কি ধরনের পরিস্থিতির মুখোমুখি হচ্ছেন তারই ওপর বর্ণনা করতে চাই আমরা।'

1 2 3 4
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040