Web bengali.cri.cn   
সিআরআই কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান
  2014-09-09 18:45:16  cri

চীনের রাষ্ট্রদূত লি জুন আরো বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউটের চীনা ভাষা বিভাগ, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ঢাকায় কনফুসিয়াস ক্লাসরুম প্রতিবছর বসন্ত উত্সব মেলা, চলচ্চিত্র উত্সবসহ বিভিন্ন চীনা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে থাকে। বিশেষ করে প্রতিবছর সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম আয়োজিত চলচ্চিত্র উত্সব বাংলাদেশি বন্ধুদের কাছে চীনকে তুলে ধরার একটি বিশেষ মাধ্যমে পরিণত হয়েছে। বাংলাদেশি বন্ধুরা এর মাধ্যমে চীনের ইতিহাস, সংস্কৃতি, অর্থনীতি, উন্নয়ন আর জীবনযাপন সম্পর্কে সঠিক ধারণা পেয়ে থাকেন। কনফুসিয়াস ক্লাসরুম চীনা ভাষা আর বাংলা ভাষা শিক্ষাদানের মাধ্যমে সত্যি সত্যি বাংলাদেশি আর চীনাদের মধ্যে সমঝোতা বাড়ানোর এক প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি তারা উসুও শেখায়। আমি বিশ্বাস করি, উসু সম্পর্কে স্থানীয় নাগরিকদের আগ্রহ বাড়ছে। আমি উল্লেখ করতে চাই যে, কনফুসিয়াস ক্লাসরুম আয়োজিত চীনের শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কিত প্রতিটি অনুষ্ঠান চীনা দূতাবাস থেকে সম্ভাব্য সবধরনের সমর্থন পেয়েছে। আমি আনন্দের সাথে আপনাদের বলতে চাই যে, ২০১২ সালে চীনের হানবানের সদরদপ্তরের মহা-পরিচালক মাদাম শুয়ে লিন ক্লাসরুম পরিদর্শনের সময় স্বীকার করেছেন যে, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম হচ্ছে পৃথিবীর সবচেয়ে ভালো কনফুসিয়াস ইনস্টিটিউট।"

ভাষণের শেষে রাষ্ট্রদূত লি জুন বলেন, "আমি আশা করি, সিআরআই-এসএমএফ কনফুসিয়াস ক্লাসরুম তাদের মহান কাজের মাধ্যমে ভবিষ্যতে আরো সাফল্য অর্জন করবে। আশা করি, কনফুসিয়াস ক্লাসরুমের এই ক্ষুদ্র কর্মদল অদূর ভবিষ্যতে চীন ও বাংলাদেশের মধ্যকার অটুট বন্ধনের এক স্থায়ী প্লাটফর্মে পরিণত হবে। এ ক্লাসরুমকে মূল্যবান সমর্থন দেওয়ার জন্য আমি বিশেষ করে চীন আন্তর্জাতিক বেতার এবং শান্ত-মারিয়াম ফাউন্ডেশনকে ধন্যবাদ জানাই। আপনাদের সকলের সুস্বাস্থ্য ও সমৃদ্ধি কামনা করি। চীন-বাংলাদেশের মৈত্রী দীর্ঘজীবী হোক।"

বন্ধুরা, এ অনুষ্ঠানে আমি সিআরআইয়ের বাংলা বিভাগের পরিচালক এবং কনফুসিয়াস ক্লাসরুমের বোর্ড চেয়ারপার্সন হিসেবে কিছু কথা বলেছি। এসময় আমি বিশেষ করে গত পাঁচ বছর যারা আমাদের সঙ্গে ছিলেন এবং আছেন, তাদের সহযোগিতা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছি।

প্রিয় শ্রোতা, অনুষ্ঠানের প্রথম পর্বে বিশেষ অতিথিদেরকে কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে তৈরি স্মারক ক্রেস্ট, 'প্রতি দিন চীনা ভাষা' নামক বই, 'চীনা-বাংলা ব্যবহারিক অভিধান', 'পূবের জানালা' সহ কিছু উপহার দেওয়া হয়েছে।

কনফুসিয়াস ক্লাসরুমের চীনা শিক্ষিকা চৌ ইয়ু ওয়েন ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশিত চীনা কংফু

অনুষ্ঠানে কনফুসিয়াস ক্লাসরুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট, নাটক বিভাগ এবং চীনের যোগাযোগ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা চীনের কংফু, গান, নাচ, মূক নাটক ও ছবি আঁকাসহ নানান শিল্পকলা প্রদর্শন করেন। বিশেষ করে কনফুসিয়াস ক্লাসরুমের চীনা শিক্ষিকা চৌ ইয়ু ওয়েন ও তাঁর শিক্ষার্থীদের পরিবেশিত চীনা কংফু এবং ছাত্র হাচিলিনের আঁকা 'বাঁশ দিয়ে নিরাপত্তার ঘোষণা' শীর্ষক ছবি উপস্থিত দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।

জান্নাত আরা হেরা

বন্ধুরা, অনুষ্ঠানের শেষে কনফুসিয়াস ক্লাসরুমের মিষ্টি শিক্ষার্থী জান্নাত আরা হেরার গাওয়া 'পাখাওয়ালী মেয়ে' শীর্ষক একটি গান শুনুন। (ইয়ু/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040