Web bengali.cri.cn   
সিআরআই কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উপলক্ষ্যে ঢাকায় আয়োজিত বিশেষ অনুষ্ঠান
  2014-09-09 18:45:16  cri


বন্ধুরা, চলতি বছর হচ্ছে চীনের জাতীয় চীনা ভাষা শিক্ষাদান কার্যালয় তথা হানবানের কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার দশম বার্ষিকী এবং চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগ ও বাংলাদেশের শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে স্থাপিত কনফুসিয়াস ক্লাসরুমের পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষ্যে গত আগস্টে সিআরআইয়ের তিন জনের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করে এবং ২৬ আগস্ট সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। আজকের 'খোলামেলা' আসরে এ সাংস্কৃতিক অনুষ্ঠান সম্বন্ধে একটি বিশেষ প্রতিবেদন প্রচার করবো।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ বেতারের মহা-পরিচালক কাজি আক্তার উদ্দিন আহমেদ, চীনে নিযুক্ত বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত মুন্সী ফয়েজ আহমেদ, শান্ত-মারিয়াম ইউনিভারসিটি অফ ক্রিয়েটিভ টেকনলজি'র উপাচার্য প্রফেসর ড: সামসুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের তিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সাইফুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকসহ দুই শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বাংলাদেশের ইনডিপেন্ডেট টিভি, এনটিভি, চ্যানেল আইসহ বেশ কয়েকটি তথ্যমাধ্যমে এ অনুষ্ঠান সম্পর্কিত খবর গুরুত্ব দিয়ে প্রচার করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ভাষণ দেন।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জুন তার ভাষণে বলেন,"আজ কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠার দশম বার্ষিকী এবং বাংলাদেশের কনফুসিয়াস ক্লাসরুম প্রতিষ্ঠার পঞ্চম বার্ষিকী উদযাপনের জন্য এখানে মিলিত হতে পেরে আমি খুবই আনন্দিত। সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, সারা বিশ্বে বর্তমানে মোট ৪৪৩টি কনফুসিয়াস ইনস্টিটিউট এবং ৬৪৮টি কনফুসিয়াস ক্লাসরুম রয়েছে। বলা যায়, চীনা ভাষা আর সংস্কৃতি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। আমি আনন্দের সাথে আপনাদের বলতে চাই যে, বাংলাদেশের ছাত্রছাত্রীদের জন্য চীনা সরকারি বৃত্তির সংখ্যা বাড়িয়ে বছরে ১৬০টি করা হয়েছে। ২০১২ সালে এ সংখ্যা ছিল ৮০টি। তা ছাড়া, বাংলাদেশের ছাত্রছাত্রীদের চীনা ভাষা শেখার সুবিধার জন্য চীনের হানবান থেকে দেওয়া বৃত্তির সংখ্যাও বেড়েছে। আমি বাংলাদেশের মাধ্যমিক স্কুল আর বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের জন্য আয়োজিত 'চীনা ভাষা সেতু' নামক প্রতিযোগিতায় উপস্থিত ছিলাম। বাংলাদেশি যুব শিক্ষার্থীদের চীনা ভাষা ও সংস্কৃতি শেখার আগ্রহ দেখে তখন সত্যি আমি মুগ্ধ হয়েছি। অনেক ছাত্র সাবলীলভাবে চীনা ভাষায় কথা বলতে পারেন, প্রশ্নের উত্তর দিতে পারেন এবং চীনের শিল্পকলার প্রদর্শনী দেখাতে পারেন। আমার মনে আছে, প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা খুব ভালোভাবে চীনা ছবি আঁকতে, চীনা গান গাইতে, নাচ করতে, চীনা উসু পরিবেশন করতে পারেন। আসলে এসব পরিবেশনা চীনা নাগরিকদের জন্যও সহজ নয়। আমি এ সুযোগে চীনা ভাষার সম্মানিত শিক্ষকদেরকে ধন্যবাদ জানাতে চাই; কারণ, আপনাদের প্রচেষ্টা ছাড়া এ সাফল্য অর্জিত হতো না।"

1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040