Web bengali.cri.cn   
মালিয়েশিয়ার সাবাহ্ দ্বীপে 'চলুন বেড়িয়ে আসি'
  2014-02-14 08:46:54  cri

আলিম. আমি কখনো মালয়েশিয়া যাইনি। তবে, এটুকু জানি যে, মাহাথির মুহাম্মাদের যোগ্য নেতৃত্বে মালয়েশিয়া আজ অনেক উন্নত হয়েছে। দেশটি তেরটি রাষ্ট্র ও তিনটি ঐক্যবদ্ধ প্রদেশ নিয়ে গঠিত। মোট আয়তন ৩,২৯,৮৪৫ বর্গকিলোমিটার। আমরা আগেই বলেছি, দেশটির রাজধানী শহর কুয়ালালামপুর। তবে দেশটির ফেডারেল সরকারের রাজধানী হচ্ছে পুত্রজায়া। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া ও ব্রুনাইয়ের সাথে দেশটির স্থলসীমান্ত আছে। 'মালয় ভাষা' মালয়েশিয়ার সরকারি ভাষা। এখানকার প্রায় অর্ধেক লোক মালয় ভাষাতে কথা বলে। মাধ্যমিক পর্যায় থেকে ইংরেজি ভাষাতে শিক্ষা দেওয়া হয়। ইংরেজি ভাষা সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা হিসেবে ব্যাপকভাবে ব্যবহৃত হয়। আন্তর্জাতিক যোগাযোগেও ইংরেজি ভাষাই ব্যবহার করা হয়। মালয়েশিয়াতে আরও প্রায় ১৩০টি ভাষা প্রচলিত। এদের মধ্যে চীনা ভাষার বিভিন্ন উপভাষা, বুগিনীয় ভাষা, দায়াক ভাষা, জাভানীয় ভাষা এবং তামিল ভাষা উল্লেখযোগ্য। 'বাজার মালয় ভাষা' বহুজাতিক বাজারের ভাষা হিসেবে প্রচলিত এবং সাবাহ প্রদেশে সার্বজনীন ভাষা বা লিঙ্গুয়া ফ্রাংকা হিসেবে ব্যবহৃত।

সুবর্ণা. মালিয়েশিয়ার আরেকটি শহর আমার খুবই ভালো লাগে, এর নাম মালেকা। প্রাচীনকালে চীনের মিং রাজবংশের পর্যটক জেং হো সমুদ্রযাত্রার সময় এ শহরে এসেছিলেন। মালেকায় একটি জাদুঘরে জেং হোং-এর নিয়ে-আসা জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে। তা ছাড়া, মালেকার রিকশা বাংলাদেশের রিকশার মতো সুন্দর। এসব রিকশা সুন্দরভাবে সাজানো। তবে মালিয়েশিয়ার রিকশাগুলো বাংলাদেশের রিকশার তুলনায় বড় এবং প্রতিটি রিকশায় তিনজন করে যাত্রী বসতে পারেন। তো, রিকশায় চড়ে মালেকা শহরে ঘুরে বেড়ানো বেশ মজার এক অভিজ্ঞতা।

আলিম. আচ্ছা, মালয়েশিয়া সম্পর্কে অনেককছুই জানা হলো। এখন আমি কয়েকজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। প্রথম চিঠি লিখেছেন ঢাকার রামপুরা থেকে মুহাম্মাদ ফোরকান অভি। তিনি লিখেছেন: সুপ্রিয় সুবর্ণা আপু, আমি অতি আনন্দের সাথে জানাচ্ছি যে, গত নভেম্বর-ডিসেম্বর মাসের কুইজ বিজয়ী হিসেবে আপনাদের পাঠানো পুরষ্কার হাতে পেয়েছি। আমার খুবই পছন্দ হয়েছে। আমি চীন সম্পর্কে জানতে খুবই আগ্রহী। প্রিয় আপু, আমার অবাক লাগে যে, আপনারা বিদেশি হয়েও এত সুন্দর করে বাংলা বলতে পারেন। বুঝতে পারছি, ইচ্ছাশক্তি থাকলে অনেককিছুই অর্জন করা সম্ভব। আশা করি আমার এ চিঠিখানা প্রচার করবেন।

পরের চিঠি লিখেছেন বাংলাদেশের খুলনা থেকে মিঠুন কান্তি রায়। তিনি লিখেছেন: প্রিয় ভাইয়া ও আপু, আমি বর্তমানে সি আর আই-এর সব অনুষ্ঠান মনোযোগ দিয়ে শুনছি। 'চলুন বেড়িয়ে আসি' তার মধ্যে অন্যতম। আমি এ অনুষ্ঠানের মাধ্যমে নেপাল সম্পর্কে বিস্তারিত জানতে চাই। আশা করি জানাবেন, অপেক্ষায় রইলাম।

আজকের শেষ চিঠিটি লিখেছেন বাংলাদেশের মাগুরা থেকে মোছাঃ শামিমা আক্তার মেরী। মেরী লিখেছেন: আমি 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানের একজন নিয়মিত শ্রোতা। গত ৮ তারিখের অনুষ্ঠানে মালদ্বীপ নিয়ে আলোচনা খুব ভাল লেগেছে। শ‍্রীলংকার মান্নার দ্বীপ সম্পর্কে আলোচনা করলে খুশি হব।

সুবর্ণা: সুপ্রিয় শ্রোতা, আপনারা যারা চিঠি লিখে আপনাদের সুচিন্তিত মতামত দিয়েছেন, তাদের ধন্যবাদ। আপনারা যেসব অনুরোধ করেছেন, সেগুলো রাখার চেষ্টা আমরা করবো, কথা দিচ্ছি।

আলিম. তো, সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আজ তাহলে এখানেই বিদায়। আগামী সপ্তাহে একই দিনে ও একই সময়ে আবার কথা হবে। আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন আর চীন আন্তর্জাতিক বেতারের সঙ্গেই থাকুন। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040