Web bengali.cri.cn   
বিশ্বের সবচে পুরনো সভ্যতার দেশগুলোর অন্যতম ভারতে 'চলুন বেড়িয়ে আসি'
  2014-01-29 15:07:50  cri

 


কাল থেকে শুরু হচ্ছে চীনাদের সবচে গুরুত্বপূর্ণ ও সরগরম উত্সব, বসন্ত উত্সব। এটি চীনের নববর্ষের উত্সবও বটে। এ উত্সবের সময় গোটা চীনের বিভিন্ন স্থানে ছড়িয়ে-ছিটিয়ে থাকা চীনারা নিজ নিজ জন্মস্থানে ফিরে যায় এবং আত্মীয়স্বজন ও বন্ধু-বান্ধবদের সঙ্গে মিলিত হয়। অনুষ্ঠানের শুরুতে আমরা আপনাদের জানাচ্ছি বসন্ত উত্সবের শুভেচ্ছা। আশা করি, নতুন বছর আপনাদের জন্য বয়ে আনবে সুখ ও সমৃদ্ধি; আপনারা পরিবারের সবাইকে নিয়ে কাটাবেন সুখী জীবন।

সুপ্রিয় শ্রোতা, ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ। এ দেশের ইতিহাস সুদীর্ঘকালের। বিশ্বের সবচে পুরনো সভ্যতার দেশগুলোর অন্যতম এই ভারত। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের জন্য এ দেশের কিছু পর্যটন স্থানের তথ্য তুলে ধরবো। আলিম ভাই, আপনি কি কখনো ভারতে বেড়াতে গিয়েছিলেন?

আলিম. সুবর্ণা, এটা খুবই পরিতাপের বিষয় যে, এখনো আমি ভারতে বেড়াতে যাওয়ার সুযোগ পাইনি। সেখানে যাওয়ার, বিশেষ করে ভূস্বর্গ কাশ্মীর ও আগ্রার তাজমহল না-দেখে আমি মরতে চাই না। আশা করি অদূর ভবিষ্যতে আমি ভারতে বেড়াতে যাওয়ার সুযোগ পাবো। সে যাক, ভারত সম্পর্কে একটি কথা প্রচলিত আছে। আর তা হল everything is possible in India! এ কথা বলে কী বোঝানো হয়েছে আমার কাছে খুব পরিস্কার না। তবে, এদেশটি ভ্রমণ করলে মোটামুটি পৃথিবী ভ্রমণ করা হয়ে যাবে। বিশাল এই দেশে কী নেই! দেশটিতে মরুভূমি পর্যন্ত আছে। লোকসংখ্যার বিচারে চীনের পর ভারতই সবচে বড় দেশ। একশ কোটিরও বেশি লোকের বাস এই দেশে। বিশাল এই দেশের বিভিন্ন অঞ্চলের প্রাকৃতিক দৃশ্য ও রীতিনীতি ভিন্ন। দেশটির রাজস্থান একটি স্বপ্নের মতো সুন্দর ও রহস্যময় অঙ্গরাজ্য। এখানকার মরুভূমিতে রয়েছে রহস্যময়তা। রাজস্থান শহরটি মরুভূমিতে একটি বাগানের মতো। রাজস্থানে শীতকালে প্রচণ্ড ঠাণ্ডা এবং গ্রীষ্মকালে প্রচণ্ড গরম। ভারতে সবচে বেশি আঙুর ফলে এই রাজ্যে। এখানকার বিভিন্ন ধরনের হস্তশিল্পকর্ম যেমন সূচিকর্ম আর কাপড় খুবই সুন্দর আর জনপ্রিয়।

সুবর্ণা. উদয়পুর রাজাস্থান অঙ্গরাজ্যের একটি শহর। শহরটির আরেকটি নাম 'সাদা রঙয়ের শহর'। এ শহর ষোড়শ শতাব্দীতে গড়ে তোলা হয়। শহরে ছোট বড় অনেক সাদা রঙের প্রাসাদ দেখা যায়। উদয়পুরে অনেক জলাশয় দেখা যায়। উদয়পুরকে অনেকে ডাকেন 'মরুভূমির ভেনিস' বলে। 'পিচোলা হ্রদের' (pichola lake) মাঝখানে নির্মিত 'লেক প্যালেস' (lake palace) শহরটির সবচে সুন্দর স্থাপত্য নিদর্শন। সাদা রঙয়ের প্রাসাদের দেওয়ালে সূর্যের আলো পড়ে নানা রঙ প্রতিফলিত হয়। দূর থেকে দেখতে দারুণ সুন্দর লাগে। উদয়পুর রাজাস্থানের সবচে রোমান্টিক শহর হিসেবে গণ্য। সময় ও সুযোগ পেলে আপনারা অবশ্যই এখানে বেড়াতে আসবেন।

আলিম. আসলে 'লেক প্যালেস' একটি হোটেল। হলিউডের বিখ্যাত ও জনপ্রিয় সুপারস্টার ভিভিয়েন লেইঘ (vivien leigh) একবার এ হোটেলে উঠেছিলেন। তখন হোটেলে gone with the wind চলচ্চিত্রের থিং সংগীত বাঁজছিল। পরিচিত সংগীত শুনতে শুনতে ভিভিয়েন জানালার বাইরে তাকিয়ে দেখতে পান সুন্দর হ্রদ ও পাহাড়ের দৃশ্য। দেখে ভিভিয়েন মুগ্ধ হন। হ্যা, উদয়পুরের প্রাকৃতিক দৃশ্য সত্যি দারুণ সুন্দর। তবে অনেকে তা জানতেন না। প্রায় ২০ বছর আগে, বৃটেনের সবচে জনপ্রিয় চলচ্চিত্র জেমস বন্ড চলচ্চিত্রের একটি দৃশ্য এখানে চিত্রায়িত হবার পর, উদয়পুর বিখ্যাত হয়।

সুবর্ণা. শহরের পশ্চিমাঞ্চলের 'পিচোলা হ্রদের' দৃশ্য দারুণ সুন্দর। পুরনো শহরের ব্যস্ত অলিগলি অতিক্রম করার পর এ শান্ত হ্রদে পৌঁছানো যায়। এখানকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য যেন চিত্রকলার মতো সুন্দর। হ্রদ আকাশের ছবি ফুটে ওঠে; প্রায় সারাক্ষণই হ্রদের উপরে উড়ে বেড়ায় দলবদ্ধ পাখি। দেখতে খুবই সুন্দর। প্রাচীনকালে ভারতের একজন রাজার নাম ছিল মহারাজা উদয় সিং। তিনি এ হ্রদের সুন্দর দৃশ্য ভালভাবে উপভোগ করার জন্য এখানে হ্রদ প্যালেস নির্মাণ করেন। রাজধানী নয়াদিল্লী থেকে প্রায় ২ ঘন্টা বিমানে ভ্রমণ করে উদয়পুর পৌঁছানো যায়। এখানকার রেস্তোরাঁ খুবই পরিস্কার। একবেলা খেতে আপনাকে খরচ করতে হবে প্রায় ১০ মার্কিন ডলার। উদয়পুর একটি দারুণ রোমান্টিক হানিমুন শহর। 'উদয়বিলাস' ভারতের সবচে দামী হোটেলগুলো অন্যতম। হোটেলে কক্ষের সংখ্যা মাত্র ৮৯টি। এক রাত থাকলে আপনাকে গুনতে হবে ৫০০ থেকে ২০০০ মার্কিন ডলার।

আলিম. আচ্ছা, প্রিয় শ্রোতা, উদয়পুরের সুন্দর দৃশ্য পরিচয় দেওয়ার পর এখন আমরা শুনবো একটি ভারতীয় গান। গানের নাম 'রহস্যময়'।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040