Web bengali.cri.cn   
ভিয়েতনাম: রহস্যময় এক দেশ
  2014-01-22 08:37:55  cri

 


বন্ধুরা, ভিয়েতনাম 'আসিয়ান'-এর সদস্যদেশ এবং চীনের প্রতিবেশী। এ হিসেবে দেশটি সম্পর্কে চীনের মানুষ ভালোভাবেই জানে। দেশটি বিশ্বের পর্যটকদের কাছেও একটি রহস্যময় জায়গা। অনেকে ভিয়েতনামকে রহস্যময় নারীর সঙ্গে তুলনা করেন। দেশটির সৌন্দর্য্য নাকি একেক মানুষের দৃষ্টিতে একেকরকম। আজ আমরা এ অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের নিয়ে যাবো রহস্যময় ভিয়েতনামে।

আলিম. প্রচুর মোটর গাড়ি, দীর্ঘ ও সংকীর্ণ অলিগলি, ফরাসি ধাঁচের স্থাপত্য এবং প্রাণচঞ্চল জীবন ভিয়েতনামের মূল বৈশিষ্ট্য। ভিয়েতনামের সমুদ্রের তীর ঘেষে যে রাস্তা আছে, সেটির দৈর্ঘ্য ৩০০০ কিলোমিটারেরও বেশি। এ রাস্তায় ছোট ছোট বাসে চড়ে দেশটির বিভিন্ন শহরের মধ্যে যাতায়াত করা যায়। বাসে বসে উপভোগ করা যায় সাদা সৈকতের সুন্দর দৃশ্য। এখানকার পর্যটনসম্পদ প্রচুর এবং সংস্কৃতিও সমৃদ্ধ। একসময় ভিয়েতনাম ফ্রান্সের উপনিবেশ ছিল বিধায়, এখানকার সংস্কৃতিতে পাশ্চাত্য ও প্রাচ্যের বৈশিষ্ট্যের মিশ্রণ লক্ষ্য করা যায়।

সুবর্ণা. ভিয়েতনামের মানুষ মূলত বৌদ্ধ ধর্মাবলম্বী। তাদের প্রায় প্রতিটি গৃহে ও দোকানে আপনি বুদ্ধের মূর্তি দেখতে পাবেন। বৌদ্ধ ধর্মাবলম্বী হিসেবে তাদের চরিত্র কোমল এবং প্রকৃতি বন্ধুভাবাপন্ন। বিশেষ করে ভিয়েতনামের বয়স্ক লোকেরা চীনাদের সাথে যথেষ্ট বন্ধুত্বপূর্ণ আচরণ করে থাকেন।

'সিগন' ভিয়েতনামের একটি দারুণ সুন্দর ও রোমান্টিক শহর। শহরটির নাম পরিবর্তন করা হলেও, অনেক পর্যটক এখনো একে 'সিগন' বলে ডাকতে পছন্দ করেন। বেশ কয়েক বছর আগে ফ্রান্সের নারী লেখক মার্গারেট দুলাস 'L'amant' শীর্ষক একটি উপন্যাস লিখেছিলেন। ১৬ বছর বয়সে তিনি প্রেমে পড়েছিলেন। উপন্যাসে সেই প্রেমের গল্প বলা হয়েছে। একজন পাশ্চাত্য নারী হয়ে তিনি একটি চীনা ছেলের প্রেমে পড়েছিলেন। তো, এ রোমান্টিক প্রেমের জন্ম হয়েছিল এই 'সিগন' শহরে। উপন্যাসটির বদৌলতে এ শহরটি বিখ্যাত হয়ে যায়। অনেক পর্যটক তাঁর উপন্যাস হাতে নিয়ে শহরের বিভিন্ন অঞ্চলে ঘুরে বেড়ান এবং খুঁজে বের করার চেষ্টা করেন উপন্যাসে উল্লেখ-করা বিভিন্ন স্থান। বলা বাহুল্য, সিগন ভিয়েতনামের সবচে ব্যস্ত শহর।

আলিম. সিগনের বাতাসে শরত্কালের ফলের গন্ধ পাওয়া যায়। পর্যটকদের কাছে 'সিগন' চীনের ইউয়ুননান প্রদেশের লিচিয়াং জেলার মতো; তারা এখানে এসে স্বপ্ন খোঁজেন। বিশেষ করে পাশ্চাত্যের পর্যটকদের কাছে 'সিগন' একটি প্রিয় জায়গা। সিগনের একটি রাস্তার নাম হাম গু লাও (pham ngu lao)। এখানে পর্যটকদের বেশি ভীর হয়। রাস্তার দু'পাশে বেশকিছু তিন তারা ও চার তারা হোটেল আছে। হোটেল-কক্ষের প্রতিদিনের ভাড়া প্রায় ৫০ মার্কিন ডলার। এ রাস্তার অদূরে অবস্থিত আরেকটি সড়কের নাম 'বুই ভিয়েন' (bui vien)। এ সড়কে আছে পারিবারিক হোটেল, পাব আর কফি শপ। পারিবারিক হোটেলের কক্ষের দিনপ্রতি ভাড়া তুলনামূলকভাবে কম, ২০ মার্কিন ডলার। অনেক পর্যটক এধরনের হোটেলে থাকতে পছন্দ করেন। সাধারণত পাশ্চাত্যের যুবকরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর প্রথমে 'সিগন' বেড়াতে আসে। দিনের বেলায় তারা হোটেলে ঘুমায় এবং রাতে পাবে আড্ডা দিয়ে সময় কাটায়।

সুবর্ণা. ভিয়েতনামের মেয়েরা দারুণ সুন্দরী হয়। তাদের শরীর পাতলা এবং চেহারাও মিষ্টি। সিগনের মেয়েরা পার্কে ব্যাডমিন্টন খেলতে পছন্দ করে। এই কারণেই তারা স্লিম থাকতে পারে। পার্কে তরুণ প্রেমিক-প্রেমিকাদের জুটিও সহজেই চোখে পড়বে। ভারী রোমান্টিক পরিবেশ সৃষ্টি হয় তখন।

আলিম. সিগন শহরের কেন্দ্রীয় এলাকাটি তিনটি রাস্তা নিয়ে গঠিত ত্রিভুজ আকৃতির। এখানে অবস্থিত 'সিগন চার্চ' ঊনবিংশ শতাব্দীতে তৈরি। ইট দিয়ে তৈরি এই চার্চটি দারুণ সুন্দর। এর পাশেই কেন্দ্রীয় পোস্ট অফিস। দূর থেকে দেখলে একটি বাস স্টেশনের মতো মনে হয়। পোস্ট অফিসের ভিতরের ছাদ গোলাকার। চার্চের সামনের রাস্তা ধরে সিগন নদীর দিকে কিছুদূর হাঁটলে চোখে পড়বে একটি বড় রাস্তা। এটি শহরের সবচে সুন্দর রাস্তা।

সুবর্ণা. সিগন থেকে বাসে করে আপনি যেতে পারেন 'তালে' শহরে। তালে একটি ছোট শহর। রাস্তার দু'পাশে সুন্দর ফরাসি ধাঁচের ভবন দেখা যাবে। তালে একটি মালভূমি শহর। শহরের চারদিকে পাহাড় আর পাহাড়। গ্রীষ্মমন্ডলীয় আবহাওয়ার কারণে এখানে বজ্রবিদ্যুত্সহ বৃষ্টিপাত হয়। এখানে যখন বৃষ্টি পড়ে, তখন প্রবলভাবে পড়ে; কিন্তু বেশিক্ষণ স্থায়ী হয় না। বৃষ্টিপাতের পর আবহাওয়া একটু ঠাণ্ডা হয়ে যায়। 'তালে' শহরটি ফরাসিরা নির্মাণ করেছিল। গোটা শহরজুড়ে আছে ফরাসি স্টাইলের সুন্দর স্থাপত্য। প্রচুর বহুবর্ণ সুন্দর ফুলের জন্য এসব স্থাপত্য দূর থেকে দেখলে বাগানের মতো মনে হয়।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040