Web bengali.cri.cn   
পৃথিবীর ছোট স্বর্গ মরিসাসে চলুন বেড়িয়ে আসি
  2014-01-15 09:40:44  cri

সুবর্ণা. খুবই মজার ও মিষ্টি একটি গান। মালয়েশিয়ার গায়ক আনিউ এবং চীনের তাইওয়ান প্রদেশের বিখ্যাত গায়ক রেন সিয়ান ছি দ্বৈতকণ্ঠে এ গানটি গেয়েছেন। গানের সুর হাল্কা ধাঁচের এবং এ গানটি চীনের একটি জনপ্রিয় চলচ্চিত্রের থিং সংগীত ছিল। আচ্ছা, তাহলে বন্ধু সুন্দর গানটি শোনার পর এখন মরিসাস সম্পর্কে আরো কিছু তথ্য তুলে ধরি। যুক্তরাষ্ট্রের বিখ্যাত লেখক মার্ক টোয়েন বলেছিলেন, "মরিসাস স্বর্গের জন্মস্থান। কারণ, স্বর্গ এখানকার দৃশ্য অনুযায়ী গড়ে তোলা হয়েছে।" মার্ক টোয়েনের এই দুনিয়ার স্বর্গ বিশ্বের আজকাল বিশ্বের পর্যটকদের জন্য তীর্থভূমিতে পরিণত হয়েছে বলা চলে। মরিসাসের সুন্দর প্রাকৃতিক দৃশ্য, পরিস্কার সৈকত ও উজ্জ্বল আলো বিশ্বের বিভিন্ন অঞ্চলের পর্যটককে প্রতি বছর আকর্ষণ করে। উত্তরাঞ্চলের 'পানপুলিমো সেথ' (panpulimo seth) বাগানে নানা ধরনের সুন্দর পাখির বিচরণ। এ বাগানে প্রবেশ করলে মনে হবে যেন স্বর্গের বাগানে প্রবেশ করেছেন। বিশ্বের যে পাঁচটি স্থানে সবচে বেশি মানুষ হানিমুন করতে বা বিয়ের অনুষ্ঠান করতে যায়, মরিসাস সেগুলোর অন্যতম।

আলিম. বিভিন্ন জাতির লোক এখানে বসবাস করে বলে মরিসাসের সংস্কৃতিতে বিশ্বের নানা অঞ্চলের সংস্কৃতির প্রভাব লক্ষণীয়। ইউরোপীয় ডিশ, চীনা খাবার ও ভারতীয় স্বাদের খাবার--সবই এখানে পাওয়া যায়। দক্ষিণ এশিয়ার বিরিয়ানি এখানে বহুল প্রচলিত। তা ছাড়া, ফ্রান্সের ঔপনিবেশিক শাসনামলের প্রভাব দেখা যায় এখানকার ফরাসি স্টাইলের খাবারের মাঝে। তবে দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ডিশের প্রভাবে এখানকার ফরাসি ডিশে মশলা ও মরিচের বেশি ব্যবহার লক্ষণীয়।

সুবর্ণা. মরিসাসের দক্ষিণাঞ্চলে সৈকত পার্ক আছে। সেখানে সমুদ্রের পানিতে ডুব দিয়ে প্রবাল ও মাছের আনাগোনা স্বচক্ষে দেখার সুযোগ আছে। দক্ষিণ-পশ্চিমাঞ্চলের চিড়িয়াখানায় গাড়িতে চড়ে ঘুরে বেড়ানো যায় এবং তৃণভূমির পশুপাখি দেখা যায় একেবারে কাছ থেকে। সেখান থেকে 'রাম' নামক মদের কারখানা পরিদর্শনে যেতে পারেন আপনি। স্থানীয়ভাবে তৈরি বৈশিষ্ট্যময় 'রাম' পাওয়া যায় এখানে। মরিসাসের উত্তরাঞ্চলের রাজপরিবারের উদ্ভিদ পার্কে গ্রীষ্মমণ্ডলীয় সকল ধরনের উদ্ভিদ দেখতে পাবেন আপনারা। এর কাছাকাছি অঞ্চলে আছে চিনি উত্পাদন কারখানা। সেখানে গেলে আপনি দেখতে পাবেন মরিসাসের চিনি উত্পাদন প্রক্রিয়া; জানতে পারবেন এর ইতিহাস। তা ছাড়া, সৈকতে সূর্যস্নান বা ডাইভিং করা যায়।

আলিম. মরিসাসে বেড়াতে আসলে কিছু টিপস মনে রাখতে হবে। স্থানীয় অঞ্চলের লোকেরা সবসময় করমর্দনের সময় ডান হাত ব্যবহার করে। তারা 'নিগ্রো' 'ব্ল্যাক' ইত্যাদি শব্দ শুনলে রাগ করে। কথাবার্তার সময় এ দুটি শব্দ উচ্চারণ না-করাই বুদ্ধিমানের কাজ হবে। এখানে করমর্দনের সময় পরস্পরের হাত শক্ত করে ধরতে হয়। আলগোছে হাত ধরা এদেশের লোক পছন্দ করে না।

আলিম. আচ্ছা, প্রিয় শ্রোতা, মরিসাসের দর্শনীয় স্থানের তথ্য-পরিচয় দেয়ার পর এখন আমরা কয়েক জন শ্রোতার চিঠি পড়ে শোনাবো। বাংলাদেশের ঢাকা থেকে ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম রিপন লিখেছেন:

সুবর্ণা আপু,

আপনার অনাগত সন্তানের সুস্বাস্থ্য আর মঙ্গল কামনা করে আজকের চিঠি শুরু করছি। আশা করি বাংলা বিভাগের সকলকে নিয়ে কুশলে আছেন। আমিও ভালো আছি।

আজকের 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে মালদ্বীপে বেড়ানো নিয়ে দারুণ আর মজার অনুষ্ঠান শুনলাম। মালদ্বীপ সম্পর্কে আমার তেমন কোনো ধারণা নেই... শুধু এতটুকু জানতাম বাংলাদেশের মানুষের মতই মালদ্বীপের মানুষের বসবাস। কিন্তু বেড়ানোর জন্য এত সুন্দর জায়গা আছে আমি কখনোই জানতাম না। ধন্যবাদ প্রতিবেশী দেশ মালদ্বীপকে সুন্দরভাবে উপস্থাপন করবার জন্য। টাকাও খুব বেশি খরচ হয় না, যে কারণে ভাবছি এবারের শীতের শেষ দিকে পরিবার নিয়ে বেড়িয়ে পড়বো মালদ্বীপের উদ্দেশ্যে।

সুবর্ণা আপুর অনাগত সন্তানকে নিয়ে মালদ্বীপে বেড়াতে আসার পরিকল্পনা আশা করি পূরণ হবে।

বছরের শুরুর অনুষ্ঠান থেকেই লক্ষ্য করছি 'ক্যুইজ' রাখা হচ্ছে না। আজকেও ক্যুইজের প্রশ্ন করা হয়নি। মনে হচ্ছে চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান থেকে আর কুইজ থাকবে না। কিন্তু কেন?

আলিম. বাংলাদেশের নাটোর থেকে লিখেছেন রাজিব কুমার মন্ডল। তিনি লিখেছেন:

প্রিয় সুবর্না আপু, আমার ভালোবাসা নিবেন আর ভাইয়া আলিমকেউ শুভেচ্ছা জানাবেন। আজকের চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে দুনিয়ার সুন্দর দ্বীপগুলোর মধ্যে অন্যতম দ্বীপ মালদ্বীপ এর প্রাকৃতিক দৃশ্য ফুটে উঠেছে। যা দারুন উপভোগ করলাম। পাশের দেশ হিসেবে এর প্রাকৃতিক দৃশ্যের কথা জেনে মালদ্বীপে যাওয়ার ইচ্ছা জাগে। আগামীতে আরো অনেক দ্বীপের কথা আগ্রহ প্রকাশ করে শেষ করছি।

সুবর্ণা. বন্ধু রাজিব, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। আজকের অনুষ্ঠানের মাধ্যমে আশা করি আপনারা মরিসাসের চমত্কার প্রাকৃতিক সৌন্দর্য্য সম্পর্কে একটা স্পষ্ট ধারণা পেয়েছেন। আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো সুযোগ পেলে সেখানে ঘুরেও আসবেন। আজ তাহলে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই সময় আবার কথা হবে। যাইচিয়ান।(সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040