Web bengali.cri.cn   
'বড় দিনে' শ্রীলংকার সুন্দর প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে চলুন বেড়িয়ে পড়ি
  2013-12-25 09:57:49  cri

সুবর্ণা. বোঝা যাচ্ছে মো. মোস্তাহিদুল ইসলাম আমাদের অনুষ্ঠান খুব মন দিয়ে শোনেন বা ওয়েবসাইট থেকে পড়েন। ভাই, মোস্তাহিদ, আপনাকে চিঠির জন্য ধন্যবাদ। আমরা আপনাদের আনন্দ দিতেই চেষ্টা করি।

আমাদের আরো লিখেছেন, রামপুরা, ঢাকা থেকে সৈয়দ আসিফুল ইসলাম। তিনি সিআরআই মুরাদনগর লিসেনার্স ক্লাবের প্রেসিডেন্ট। আসিফুল ইসলাম লিখেছেন: প্রিয় সুবর্ণা আপু, নী হাও মা? কেমন আছেন? আশা করি সুদূর পেইচিংয়ে খুব আনন্দে দিন কাটাচ্ছেন এবং বেশ ভালোই আছেন। গত ৩০ অক্টোবর কুইচৌ প্রদেশের তং জাতির আবাসস্থলে বেড়িয়ে এলাম আপনাদের সঙ্গে। বেশ ভালো লেগেছে। এ গ্রামের মানুষের জীবন দারুণ সুন্দর। তারা খুব আরামদায়ক ও স্বাস্থ্যকর জীবন যাপন করেন। গ্রামে মাত্র ১০০টি পরিবারের বাস। ১৯৫৩ সালে গ্রামের লোকসংখ্যা ছিল ৭২০ জন। ২০০০ সালে এ সংখ্যা বেড়ে দাঁড়ায় ৭২১ জনে। অর্থাত, গত ৫০ বছরে লোকসংখ্যা বেড়েছে মাত্র ১ জন। সত্যি ভাববার বিষয়। তং জাতির পূর্বপুরুষদের তৈরি করা নিয়ম এক্ষেত্রেও ভূমিকা রেখেছে। তারা শিখিয়েছেন যে, চানলি হচ্ছে একটি নৌকার মতো। নৌকার যাত্রী অতিরিক্ত হলে তা ডুবে যায়। সুতরাং যাত্রী তথা লোকসংখ্যা সীমিত রাখতে হবে। এ গ্রামে অনেক আগে থেকেই, পরিবারপিছু দু'টির বেশি সন্তান নেওয়ার নিয়ম নেই। এই গ্রামের আরো সবচেয়ে অবাক করার মতো বিষয় হল চানলি গ্রামের ১৬৮টি পরিবারের মধ্যে ১৫৬টি পরিবারেই একটি ছেলে ও একটি মেয়ে! এ গ্রামে একধরনের চমত্কার ভেষজ ওষুধ পাওয়া যায়। বিশ্বাস করা হয় যে, এ ওষুধ বাচ্চার লিঙ্গ নিয়ন্ত্রণ করতে পারেন। পরিবারের প্রথম বাচ্চাটি ছেলে হলে, গৃহবধু দ্বিতীয় বাচ্চা জন্ম দেওয়ার আগে মেয়ে-সন্তানের আশায় নির্ধারিত ওষুধ খেয়ে থাকেন; আর প্রথম বাচ্চা মেয়ে হলে,তখন তাকে খেতে হয় ছেলে সন্তানের আশায় নির্ধারিত ওষুধ। অসাধারণ এক বিষয় সম্পর্কে জানলাম এই প্রতিবেদনটি শুনে। আমাদের বাংলাদেশে যে হারে জনসংখ্যা বাড়ছে, কুইচৌ প্রদেশের তং জাতির এই ওষুধ পেলে আমাদের অনেক উপকার হতো। কারণ, বাংলাদেশের জনসংখ্যা বাড়ার একটিই কারণ বলে আমার মনে হয়। কারোর যদি একটি মেয়ে সন্তান হয়, সে পরের সন্তানটি ছেলে আশা করে। কিন্তু দেখা গেলো যে, পরের সন্তানটিও মেয়ে হয়েছে। তখন সে ছেলের আশায় আরেকটি সন্তান নেয়। কিন্তু দেখা গেল, পরের সন্তানটিও মেয়েই হয়েছে। ব্যাস, এই ভাবেই বাড়তে থাকে বাংলাদেশের জনসংখ্যা। ধন্যবাদ সুন্দর একটি প্রতিবেদন সিআরআই বাংলাতে প্রচার করার জন্যে। আমি চাই সামনের দিনগুলোতে এরকম সুন্দর সুন্দর প্রতিবেদন সুবর্ণা আপু এবং আলিম ভাই আমাদেরকে উপহার দিয়ে যাবেন। সেই প্রত্যাশায়, আজকের মতো এখানেই ইতি টানছি। আল্লাহ্‌ হাফেজ।

আলিম. আসিফুল ইসলামকে চিঠির জন্য ধন্যবাদ। তিনি বাংলাদেশের জন্য চীনের চানলি গ্রামের বিশেষ ওষুধ চাচ্ছেন। কিন্তু আমি যতোদূর জানি চানলি গ্রামের মানুষ সেই ওষুধ বাইরের মানুষকে দিতে রাজি নন। তাই না সুবর্ণা? ....

সুবর্ণা.  নতুন বছর তাড়াতাড়ি আসবে, আশা করি, নতুন বছরেও আপনারা আগের মতো আমাদের সঙ্গে থাকবেন। পয়লা জানুয়ারি থেকে আমাদের এফএম অনুষ্ঠান নতুন ফ্রিকোয়েন্সিতে প্রচারিত হবে।

আলিম. ঢাকায় এফএম ১০২, চট্টগ্রামে এফএম ৯০.০, ফ্রিকোয়েন্সিতে আপনারা আমাদের অনুষ্ঠান শুনতে পারবেন। তাহলে আজকের অনুষ্ঠান এখানে শেষ করি, সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী বছরে আবার কথা হবে, যাইচিয়ান। (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040