Web bengali.cri.cn   
নিংসিয়া হুই জাতির স্বায়ত্তশাসিত অঞ্চলের শাপোথৌতে 'চলুন বেড়িয়ে আসি'
  2013-12-18 19:00:17  cri

আলিম. আচ্ছা, প্রিয় শ্রোতা, নিংসিয়ার মরুভূমির সুন্দর দৃশ্যের সাথে পরিচয় করিয়ে দেওয়ার পর এখন আমরা শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আমাদের লিখেছেন বাংলাদেশের প্রকৌশলী মঞ্জুরুল আলম রিপন। তিনি লিখেছেন: চলুন বেড়িয়ে আসির গত অনুষ্ঠানে ইন্দোনেশিয়ার বালি দ্বীপ সম্পর্কে জানলাম এবং সুন্দর গান শুনলাম। বালি দ্বীপে কোনো একসময় ভ্রমণের ইচ্ছে রইল। সুবর্ণা আপু আর আলিম ভাইকে ধন্যবাদ।

আমাদের আরো লিখেছেন বাংলাদেশের নঁওগা থেকে মিসেস শাহানওয়াজ পারভিন। তিনি লিখেছেন:

ইন্দোনেশিয়ার দ্বীপগুলোর মধ্যে সবচে আকর্ষণীয় বালি দ্বীপ এবং এর উত্তরাঞ্চলের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরির বৈশিষ্ট্য ও এর সম্পর্কে বেশ কিছু তথ্য আমার মনকে ভীষণভাবে নাড়া দিয়েছে। 'বালি দ্বীপের গল্প' শীর্ষক চলচিচত্রের গানটি আমার অতি চমত্‍কার লেগেছে। এর সুরও ছিল বেশ মিষ্টি। বালি দ্বীপের আবহাওয়াসম্পর্কিত কিছু সুন্দর তথ্য জানলাম আজকের অনুষ্ঠান থেকে। বালি দ্বীপের পর্যটন মৌসুম সম্পর্কে কিছুটা অবহিত হলাম। বালি দ্বীপের সংস্কৃতি ও সামাজিক রীতিনীতি সম্পর্কেও অনেককিছু জানলাম। আমার অনুরোধ, প্রতি সপ্তাহের অনুষ্ঠানে অন্তত একজন শ্রোতা চিঠির সারসংক্ষেপ পড়ে শুনাবেন। সবশেষে সুবর্না আপু ও আলিম ভাইকে ২০১৪ সালের অগ্রীম শুভেচছা ও শুভ নববর্ষ জানাই।

সুবর্ণা. আচ্ছা, সময় দ্রুত চলে যায়। চিঠি পড়ে শোনার পর আমাদের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হবে। এখন আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: জেনপেইপু'র পুরনো নাম কী?

আলিম. প্রশ্নটি আবার বলি: জেনপেইপু'র পুরনো নাম কী?

আগামী সপ্তাহে আমরা গেল দুই মাসের বিজয়ী শ্রোতাদের নামতালিকা ঘোষণা করবো।

সুবর্ণা. আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

 (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040