|
সুবর্ণা. বালি দ্বীপের কেন্দ্র দেনপাসার। এখান থেকে অধিকাংশ দর্শনীয় স্থান ও জেলায় যাওয়ার বাস পাওয়া যাবে। বালি দ্বীপের মানুষ নিয়মিত যে-যানটি ব্যবহার করে সেটির নাম: 'বেমো'। এ ধরনের যানে ভাড়া কম। তবে, গরমের মধ্যে এই গাড়িতে চড়লে আপনাকে কষ্ট পেতে হবে। কারণ, এই যানে কোনো 'এসি' নেই। কয়েকজন মিলে বেড়াতে গেলে একটি গোটা গাড়ি ভাড়া করা ভালো। আপনার যদি আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স থাকে, তবে গাড়ি ভাড়া করে নিজেই চালাতে পারেন। খরচ পড়বে দিনপ্রতি কমপক্ষে ৩০ মার্কিন ডলার। স্থানীয়রা মোটর সাইকেলেও যাতায়াত করে থাকে। আপনি মাত্র ২ মার্কিন ডলার দিয়ে সারাদিনের জন্য একটি মোটর সাইকেল ভাড়া করতে পারেন।
আলিম. বালি দ্বীপে পর্যটকের সংখ্যা বেশি হয় বলে এখানে শাটল বাস পাওয়া যায়। দ্বীপের দক্ষিণাঞ্চলের দর্শনীয় স্থান যেমন দেনপাসার, কুতা ও সানুর অঞ্চলে ট্যাক্সিও পাওয়া যায়।
সুবর্ণা. বালি দ্বীপে আন্তর্জাতিক কল করার জন্য এক ধরনের সস্তা কলিং কার্ড পাওয়া যায়। এখানে ৯৮ শতাংশ হোটেলে বিনা পয়সায় ইন্টারনেট ব্যবহার করা যায়।
আলিম: বালি দ্বীপ ভ্রমণে গেলে আপনাকে কিছু স্থানীয় রীতিনীতি মেনে চলতে হবে। যেমন: কখনোই বা-হাত দিয়ে কারোর সঙ্গে করমর্দন করবেন না; কারো মাথা স্পর্শ করবেন না; মন্দিরের দেবতাদের জন্য উত্সর্গকৃত কোনোকিছু পায়ে মাড়াবেন না। স্থানীয় অঞ্চলের বাসিন্দাদের বাসায় প্রবেশ করার আগে আপনাকে জুতো খুলে ফেলতে হবে; আর কোনো মন্দিরে ঢোকার আগে অবশ্যই পুরো শরীর ঢেকে ঢুকতে হবে।
সুবর্ণা: প্রতি বছরের মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত বালি দ্বীপে নববর্ষ উদযাপিত হয়। তখন 'নিয়েপি' (nyepi) নামক একটি উত্সব পালন করা হয়। এ উত্সবের আগের দিন লোকেরা দেবতাদের উদ্দেশ্যে বলিদান অনুষ্ঠান আয়োজন করে। উত্সবের দিনে গোটা বালি দ্বীপ শান্ত হয়ে যায়। তখন লোকেরা বাসায় থাকেন, কথাবার্তা বলেন না, এবং বাতি, টেলিভিশন ইত্যাদি সামগ্রীর ব্যবহার স্থগিত রাখেন। মানুষ আত্মজিজ্ঞাসার জন্য এ উত্সব পালন করেন।
আলিম: বালি দ্বীপ একটি অত্যন্ত রোমান্টিক পর্যটন স্থান। প্রতিবছর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে অনেক দম্পতি হানিমুনের জন্য এখানে আসেন। এখানকার 'উবুদ' একটি ঐতিহ্যিক সংস্কৃতিকেন্দ্র। এখানে ভ্রমণ করা আবশ্যক। এখানকার 'তেগাললালাংয়ের' সিঁড়ি ক্ষেত দেখতে দারুণ সুন্দর এবং চমত্কার হস্তশিল্পকর্ম খুবই মনোমুগ্ধকর। গ্রীষ্মমণ্ডলীয় বনে বেড়াতে চাইলেও 'উবুদ' হয়ে যেতে পারেন। বাজেট বেশি থাকলে 'উবুদে'র উচ্চমানের হোটেলে থাকতে পারেন; ভালো লাগবে। এসব হোটেলে চাইলে আপনি পেতে পারেন ব্যক্তিগত স্যুইমিং পুল। উবুদের স্পা-ও খুবই ভালো। উন্মুক্ত প্রাকৃতিক পরিবেশে স্পা করা হয়। সে এক মজার অভিজ্ঞতা। স্থানীয় অঞ্চলের সবচে শ্রেষ্ঠ স্পার নাম 'কিরানা স্পা'। সময় পেলে আপনারা সেখানে যেতে পারেন।
সুবর্ণা: আচ্ছা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠানও তাড়াতাড়ি শেষ হবে। শেষ করার আগে আমরা এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: বছরের কোন মাসে বালি দ্বীপে সবচে বেশি গরম অনুভূত হয়?
আলিম: প্রশ্নটি আবার বলি: বছরের কোন মাসে বালি দ্বীপে সবচে বেশি গরম অনুভূত হয়?
সুবর্ণা. আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn
আলিম. সুবর্ণা, অনুষ্ঠান শেষ করার আগে আমরা একজন শ্রোতার চিঠি পড়তে চাই। আমাদের লিখেছেন উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাবের মহা-পরিচালক প্রকৌশলী মো. মঞ্জুরুল আলম রিপন। তিনি লিখেছেন: 'চলুন বেড়িয়ে আসি' অনুষ্ঠানে ছাও ইয়ানহুয়া সুবর্ণা আর কে এম আলিমুল হক সাহেবের উপস্থাপনায় স্বর্গের মতো সুন্দর বালি দ্বীপকে নিয়ে অনুষ্ঠান আর গান উপভোগ করলাম।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপ সম্পর্কে আমি অনেক আগে থেকেই কিছু তথ্য জানলেও, সেখানকার মন্দির ও হিন্দু ধর্মাবলম্বী বাসিন্দাদের সম্পর্কে কিছুই জানতাম না। 'চলুন বেড়িয়ে আসি' সময়ের সাথে তাল মিলিয়ে অনুষ্ঠান প্রচার করে, আজকের অনুষ্ঠান তার বড় প্রমাণ।
ওয়েবসাইটে আপলোডকৃত বালি দ্বীপের ছবি দেখে সত্যিই স্বর্গের মত মনে হচ্ছে। জীবনে কখনো বেঁচে থাকলে বালি দ্বীপে ভ্রমণের ইচ্ছা রইল। (সুবর্ণা/আলিম)
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |