Web bengali.cri.cn   
স্বর্গের মতো সুন্দর বালি দ্বীপে 'চলুন বেড়িয়ে আসি'
  2013-12-04 09:05:47  cri

সুবর্ণা. পুরা টির্টা এমপুল (pura tirta empul) বা পবিত্র ঝর্নার মন্দিরও দেখার মতো একটি স্থাপনা। মন্দিরের চারিদিকে ঝর্ণা আছে। তাই নাম এমন। গত এক হাজার বছর ধরেই বালি দ্বীপের লোকেরা বিশ্বাস করে আসছেন যে, এ মন্দিরে স্নান করলে মানুষ স্বাস্থ্যবান ও ধনী হয়। এ মন্দিরের স্থাপত্য কাঠামো মহান ও সম্পূর্ণ। মন্দিরটি দেখলে বালি দ্বীপের সকল মন্দিরের বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা পাওয়া যাবে। ৯৬২ সালে মন্দিরটির নির্মাণ কাজ সম্পন্ন হয়েছিল।

আলিম. উবুদ প্রাসাদ বালি দ্বীপের উবুদ শহরে অবস্থিত। এ রাজপ্রাসাদ ষোড়শ শতাব্দীতে নির্মিত হয়। বালি দ্বীপের বিখ্যাত শিল্পীরা এ প্রাসাদ ডিজাইন করেছিলেন। প্রাসাদে মোট ৬০টি কক্ষ আছে। প্রাসাদ দেখতে সুন্দর ও পবিত্র। বিশেষ করে প্রাসাদের দরজায় চমত্কার খোদাই কাজ ও এর সোনার রঙ দারুণ সুন্দর। প্রতিদিন সন্ধ্যা সাড়ে সাতটায় এ প্রাসাদে বালি দ্বীপের ঐতিহ্যিক নৃত্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পর্যটকরা এ নাচ খুব পছন্দ করেন।

সুবর্ণা. আচ্ছা, প্রিয় শ্রোতা, সময় দ্রুত চলে যায়। আজকের অনুষ্ঠান তাড়াতাড়ি শেষ হবে। তবে শেষ করবার আগে আমরা একজন শ্রোতার চিঠি পড়ে শোনাবো।

আলিম: আমাদের লিখেছেন ঢাকার রামপুরা থেকে সৈয়দ আসিফুল ইসলাম। তিনি লিখেছেন:

প্রিয় সুবর্ণা আপু, নী হাও মা? কেমন আছেন? আশা করি সুদূর পেইচিংয়ে আল্লাহ্‌র রহমতে খুব আনন্দে দিন কাটাচ্ছেন এবং বেশ ভালোই আছেন। আমি আপনাদের একজন নিয়মিত শ্রোতা। আমি প্রতিদিন আপনাদের সব অনুষ্ঠান শুনে থাকি এবং অনুষ্ঠান সম্পর্কে মতামত পাঠিয়ে থাকি। আমি প্রতিটি অনুষ্ঠানের ক্যুইজে অংশগ্রহণ করি, যা নাকি আমার কাছে অনেক ভালো লাগে। আমি জুলাই মাসের ক্যুইজ প্রতিযোগিতায় একজন বিজয়ী শ্রোতা ছিলাম। কিন্তু আমি এখনও পুরষ্কার হাতে পাইনি। অনেক আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। গত অক্টোবর মাসের বিজয়ীদের পুরষ্কার পেতে দেখে একটু খারাপ লাগছিল। ভাবলাম, আমি হয়তোবা আর পুরষ্কার পাবো না। কথায় কথায় আমার বিষয়টি শেয়ার করলাম প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন ভাই এর সাথে। তিনি আমাকে নিজের এলাকার পোষ্ট অফিসে গিয়ে যোগাযোগ করতে বললেন। আমি তাই করলাম। ২৪-১১-২০১৩ তারিখে আমি খিলগাঁও পোষ্ট অফিসে যাই। তাদের সাথে কথা বলতে বলতে পরিচয় হল আমাদের এলাকার পোষ্ট মাষ্টারের সাথে। ওনাকে আমি অনেক আগে থেকে চিনি। তিনি বললেন, আমার পুরষ্কার তাদের হাতে এসে পৌঁছায়নি।

এখন আমি জানতে চাচ্ছিলাম যে, আসলে কি আমাদের পুরষ্কার পাঠানো হয়েছে?

সুবর্ণা. বন্ধু আসিফুল ইসলাম, আমি সকল পুরষ্কার পাঠিয়ে দিয়েছি। আশা করি শিগগিরই আপনার পুরষ্কার হাতে পাবেন। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখন আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: বালি দ্বীপের মানুষ কোন ধর্ম বিশ্বাস করেন?

আলিম. প্রশ্নটি আবার বলি: বালি দ্বীপের মানুষ কোন ধর্ম বিশ্বাস করেন?

সুবর্ণা. আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

 (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040