Web bengali.cri.cn   
কুয়াংতুং প্রদেশের 'জুহাই' শহরে 'চলুন বেড়িয়ে আসি'
  2013-11-27 18:39:49  cri

সুবর্ণা. জুহাই শহরের ক্যাটনিস খাবার আর নাস্তা চা আমার খুবই প্রিয়। সকালবেলায় ঘুম থেকে উঠে চায়ের দোকানে গিয়ে কয়েক ধরনের মিষ্টি ও হাল্কা ধরনের খাবার এবং এক বোতল উলং চা দিয়ে বন্ধুদের সঙ্গে নাস্তা করা খুবই মজার ব্যাপার। এখানকার চিংড়ি মাছের ডাম্পলিং, রাইস নুডলস, স্টিম রাইস নুডলস আর সবজি এবং স্টিম চোংচি অনেক সুস্বাদু খাবার। ক্যাটনিস খেতে বেশি মিষ্টি, লবণ কম। এতে সমুদ্রজাত খাবারের প্রাধান্য থাকে, যা স্বাস্থ্যের জন্য ভালো। সুযোগ পেলে আপনারা খেয়ে দেখবেন। ভালো লাগবে।

আলিম. ছি'আও দ্বীপ জুহাই শহরের কাছে আরেকটি সুন্দর পর্যটন স্থান। এখানে গরান গাছের বন ও কচ্ছপ সংরক্ষণ এলাকা আছে। মাঝে মাঝে পর্যটকদের চোখে পড়বে সাদা কচ্ছপের দল। সে এক সুন্দর দৃশ্য। বর্তমানে এ দ্বীপে অনেক বিদেশি বাস করেন। তারা দ্বীপের সুন্দর দৃশ্য বেশ পছন্দ করেন এবং অনেকে এখানে নিজেদের ব্যবসাও চালু করেছেন। অস্টিন তাদের মধ্যে একজন। তিনি যুক্তরাষ্ট্রের সিয়াটলে জন্মগ্রহণ করেছেন। এখন ছি'আও দ্বীপে একটি বিয়ারের দোকান পরিচালনা করেন। তবে তাঁর বাড়ি এখানকার গ্রামের বাসভবনের মতো। তিনি মনে করেন, স্থানীয় অঞ্চলের লোকদের মতো বাড়িতে বাস করলে স্থানীয় রীতিনীতি ও জীবন উপভোগ করা যায়।

আপনারা দ্বীপের সৈকত থেকে রওয়ানা হয়ে দ্বীপসংলগ্ন পাহাড়ের নিবিড় বন হয়ে পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারেন। তবে সেটি অনেক কষ্টের কাজ। পাহাড়ের চূড়ায় পৌঁছাতে হলে আপনাকে হতে হবে কষ্টসহিঞ্চু। তবে শেষ পর্যন্ত আপনি যদি পাহাড়ের চূড়ায় পৌঁছাতে পারেন, সেখান থেকে সমুদ্রের দারুণ সুন্দর দৃশ্য দেখে আপনার কষ্ট দূর হয়ে যাবে।

সুবর্ণা. জুহাই থেকে সহজে ম্যাকাওয়ে যাওয়া যায়। কংপেই বন্দর থেকে জাহাজে চেপে আপনি যেতে পারেন ম্যাকাও। জুহাই শহরে বেড়ানো শেষ করে এটা ঢুঁ মারতে পারেন ম্যাকাও। বোনাস হিসেবে।

আলিম. আচ্ছা, এখন আমরা একজন শ্রোতার চিঠি পড়ে শোনাবো। আমাদের লিখেছেন খোন্দকার রফিকুল ইসলাম

মাস্টার, সভাপতি, সোর্স অফ নলেজ ক্লাব, নওগাঁ, বাংলাদেশ থেকে। তিনি লিখেছেন: জি'ই গিরিখাত পর্যটন এলাকা উতিং জেলা থেকে প্রায় ১২৩ কি. মি. দূরে অবস্থিত। আয়তন ৩০ বর্গ কি মি, এর দর্শনীয় স্থানের সংখ্যা ১০-এর অধিক। গিরিখাতের দৈর্ঘ্য ১২ কি. মি, বিস্তার প্রায় ২০০ মি. এবং সবচেয়ে সংকীর্ণ স্থান মাত্র ৬ মি.। এখানে ৩০০ মিটারের বেশি গভীর স্থান আছে। গিরিখাতের নিচ দিয়ে বয়ে চলেছে তালিয়াং নদী। এ ছাড়া, গিরিখাতের বেশ কিছু প্রাকৃতিক সৌন্দর্যের বর্ণনা শুনলাম চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান থেকে। বিশেষ ধন্যবাদ সুবর্না আপু ও আলিম ভাইকে। অনুষ্ঠানে বাজানো 'এক রেখার আকাশ' শীর্ষক গানটি আমার কাছে বেশ শ্রুতিমধুর ও মিষ্টি মনে হয়েছে। প্রাচীনকালের পাথরপথের সুন্দর, সাবলীল ও অনবদ্য বর্ণনা আমার অন্তর ছুঁয়ে গেছে এবং এইসব তথ্য জেনে বেশ মজা পেয়েছি। ছিয়ানপেং সেতু সম্পর্কে সুন্দর গল্পটি আমার খুব পছন্দ হয়েছে। 'মেঘের উপর গ্রাম' সম্পর্কে জেনে খুব ভাল লেগেছে। জানলাম চীনারা উষ্ণ প্রস্রবনে স্নান করতে ভালবাসে। শেষদিকে অনুষ্ঠানে বাংলাদেশের একজন মহিলা শ্রোতার চিঠির সার সংক্ষেপ পড়ে শোনানো হল।বেশ ভাল লেগেছে আমার তা।আশা করছি, আগামীতে আপনাদের প্রতি সপ্তাহের অনুষ্ঠানেই দু'একজন শ্রোতাবন্ধুর চিঠি নিয়ে আলোচনার ধারা অব্যাহত রাখবেন। কামনা করি, আগামীতেও সুবর্না আপু ও আলিম ভাই শ্রোতাদের নিয়ে চীনের নতুন কোন আকর্ষণীয় পর্যটন স্পট থেকে বেড়িয়ে আসবেন।

সুবর্ণা. আচ্ছা, চিঠি পড়ে শোনানোর পর এখন আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: তৌমেন এলাকার পুরনো মন্দিরের নাম কী?

আলিম. প্রশ্নটি আবার বলি: তৌমেন এলাকার পুরনো মন্দিরের নাম কী?

সুবর্ণা. আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

আলিম. সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আগামী সপ্তাহে একই সময় আবার কথা হবে। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040