Web bengali.cri.cn   
হাইনান প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্য
  2013-11-20 10:11:55  cri

আলিম. ২০১০ সালে ডিসকভারি চ্যানেলে বিশ্বখ্যাত প্রামাণ্যচিত্র ম্যান ভার্সাস ওয়াইল্ড-এ দেখানো হয় চীনের হাইনান প্রদেশের উজিশান পাহাড়ি অঞ্চল। এখানকার সংরক্ষিত গ্রীষ্মমণ্ডলীয় বনে চিত্রায়িত হয় প্রামাণ্যচিত্রের কয়েকটি পর্ব। পর্বগুলোতে প্রামাণ্যচিত্রের নায়ক বিয়ার গ্রিলসকে দেখা যায় বনের মধ্যে টিকে থাকার লড়াইয়ে অংশ নিতে। এই প্রামাণ্যচিত্র ডিসকভারি চ্যানেলে প্রচারের পর এ আদিম বনের প্রাকৃতিক সৌন্দর্য সম্পর্কে বিশ্ববাসী জানতে পারে। আপনারা এখানে বেড়াতে আসলে দেখতে পাবেন যে এখানকার পাহাড়ের উচ্চতা মাত্র ১৪১২ মিটার। কিন্ত পাহাড়ের চূড়ায় উঠলে আপনি একই সঙ্গে ভয়ে ও আনন্দে শিহরিত হবেন। ভয় পাবেন কারণ, পাহাড়ের কিনারায় দাঁড়ালে দেখবেন পাহাড়টি হঠাত খাড়াভাবে নিচে নেমে গেছে; আর আনন্দিত হবে সেখানকার প্রাকৃতিক সৌন্দর্য দেখে। আপনার মনে হবে যেন, পাহাড়টি সমুদ্রের ওপর ভেসে আছে।

সুবর্ণা. পাহাড়ের মাঝ বরাবর একটি রাস্তা আছে। এই রাস্তা ধরে গাড়ি চালিয়ে পাহাড়ের অর্ধেকটা উঁচুতে পৌঁছানো যায়। ১৯৯২ সালের পর রাস্তার দু'পাশে লাগানো হয় 'সিয়াংসি' গাছ। চীনা ভাষায় 'সিয়াংসি'র অর্থ পরস্পরকে মিস করা। এ গাছ প্রেমের প্রতীক। গাছগুলোর ছায়ায় বসলে আপনি প্রচণ্ড ঠাণ্ডা অনুভব করবেন। ফুরফুরে বাতাসে আপনার মন চাঙ্গা হয়ে উঠবে। বনের মধ্যে আরেক ধরনের গাছ আছে যার নাম জিজিং গাছ। এর আরেকটি নাম লোহা গাছ। শুনেছি, এ গাছ গোড়া থেকে কাটার পর বেশি সময় ফেলে রাখলে তা ছোট টুকরা করা খুব কঠিন হয়ে পড়ে। তখন গাছের কাণ্ডে কুঠার দিয়ে আঘাত করলে অগ্নিস্ফুলিঙ্গ দেখা যায়। গাছ খুব শক্ত বলে এর নাম লোহা গাছ। অর্থাত এ গাছ লোহার মতো শক্ত।

আলিম. এখানকার পাহাড়ে চড়ার সময় আপনি দেখবেন নানা ধরনের সুন্দর রঙয়ের ফুল এবং বড় আকারের মৌমাছি। তবে, সাবধান! এসব মৌমাছির কামড় থেকে বেঁচে থাকতে হবে। কামড়ালে আর রক্ষে নেই। সোজা হাসপাতালে যেতে হবে।

সুবর্ণা. আপনি ঠিকই বলেছেন, এ বড় ভয়ঙ্কর মৌমাছি। আসলে পাহাড়ে চড়ার আগে তাই নিরাপত্তামূলক কিছু ব্যবস্থা গ্রহণ করতে হবে। পাহাড়ে ভ্রমণের পর আপনার ক্লান্ত লাগা স্বাভাবিক। তখন আপনি স্পা করাতে পারেন। এটি খুবই আরামদায়ক ব্যাপার। বনের ভিতরে স্পা কেন্দ্রগুলোকে দূর থেকে দেখে মনে হয় ফুচিয়ান প্রদেশের খে পরিবারের মাটির ঘরের মতো। স্পা কেন্দ্রগুলোর আশেপাশেই আছে উষ্ণপ্রস্রবণ। সবুজ রঙয়ের বিভিন্ন উদ্ভিদ এই উষ্ণপ্রস্রবণের সাথে মিলে তৈরি করেছে সুন্দর বাগান।

হোটেলের কাছে আছে প্রায় ৫০ হাজার লিচু গাছ। অদূরে দেখতে পাবেন তিনটি গলফ খেলার মাঠ। পুরনো ক্ষেতকে কৌশলে ৭টি সুন্দর হ্রদ ও জলাভূমিতে পরিণত করা হয়েছে সেখানে। কৃত্রিম এই দৃশ্য দেখে এখানকার আদি দৃশ্য কল্পনা করা সত্যিই কঠিন।

আলিম. শুনেছি, এখানকার স্পা কেন্দ্রগুলোর সাথে অন্যান্য স্পা কেন্দ্রের কিছু পার্থক্য আছে। এখানে স্পা করার আগে প্রথমে চীনের ঐতিহ্যিক চিকিত্সাপদ্ধতিতে শরীর পরীক্ষা করা হয়। যদি শরীরের কোনো অসুখ ধরা পড়ে, তবে সে অনুযায়ী বিভিন্ন ভেষজ ওষুধ গরম পানিতে মিশিয়ে সেই পানিতে স্নান করানো হয়। স্নান শেষে বিশেষ মাসাজ তেল দিয়ে স্পা করা হয়। এ ধরনের স্পা-এর পর শরীর নাকি অনেক তরতাজা লাগে। নিশ্চয়ই খুবই মজার অভিজ্ঞতা, তাই না সুবর্ণা?

সুবর্ণা. স্পা-এর পর এমনিতেও শরীর চনমনে হয়ে ওঠে। আর ওখানকার বিশেষ স্পা-এর পরতো শরীর চাঙ্গা হয়ে উঠবারই কথা। সময় পেলে আমি অবশ্যই সেখানে বেড়াতে যাবো এবং বৈশিষ্ট্যময় স্পা করাবো।

সুপ্রিয় শ্রোতা, দেখতে দেখতে সময় ফুরিয়ে এলো। এখন আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করি। প্রশ্নটি হচ্ছে: জিজিং গাছের আরেক নাম কী?

আলিম. প্রশ্নটি আবার বলি, জিজিং গাছের আরেক নাম কী?

সুবর্ণা. আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn. আপনারা উত্তর জানলে আমাদেরকে চিঠি লিখতে ভুলবেন না।

(সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040