Web bengali.cri.cn   
হাইনান প্রদেশের গ্রীষ্মমণ্ডলীয় প্রাকৃতিক দৃশ্য
  2013-11-20 10:11:55  cri

 


পেইচিংয়ে শীত নেমেছে। কখনো কখনো তামপাত্রা নেমে যাচ্ছে হিমাঙ্কের নীচে। গাছপালাগুলো ধীরে ধীরে পাতাশূন্য হচ্ছে। যেসব পাতা এখনো রয়ে গেছে, সেগুলোও হয়ে গেছে হলুদ। তবে দক্ষিণ চীনের হাইনান প্রদেশের দৃশ্য এমন নয়। সেখানে শীতকালেও গাছের পাতা থাকে সবুজ। আসলে সেখানে চার ঋতুতেই আবহাওয়া গ্রীষ্মকালের মতো। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে হাইনান প্রদেশে বেড়াতে যাবো।

আলিম. পেইচিং থেকে হাইনান প্রদেশের রাজধানী হাইখৌতে বিমানে করে যেতে প্রায় ৩ ঘন্টা সময় লাগে। হাইখৌ থেকে নৌকায় ফেনচিয়েচৌ দ্বীপে পৌঁছানো যায়। মার্কিন জাতীয় ভূগোল পরিষদের গবেষক সিলভিয়া আর্লে ডাইভিং করতে এ দ্বীপে এসেছিলেন। ডাইভিং ইতিহাসে তিনি এক জীবন্ত কিংবদন্তী। ৫০ বছরেরও বেশি সময় ধরে তিনি সমুদ্রে ডাইভিং করে আসছেন। গোটা জীবনে তিনি ডাইভিং করে সমুদ্রের নীচে কাটিয়ে দিয়েছেন ৬০০০ ঘন্টারও বেশি সময়। তবে, ২০১২ সালে তিনি ফেনচিয়েচৌ দ্বীপের সমুদ্রে প্রথমবারের ডাইভিং করেন।

সুবর্ণা. শীতকালে হাইনান প্রদেশের উত্তরাঞ্চলে যখন বৃষ্টি পড়ে, তখন দক্ষিণাঞ্চলে থাকে সূর্যালোক। ফেনচিয়েচৌ দ্বীপের এক পাশে যখন বৃষ্টি পড়ছে, তখন আপনি অবাক হয়ে দেখবেন যে দ্বীপের অন্যপাশে সূর্যের আলো ঝলমল করছে। সে এক আশ্চর্য সুন্দর দৃশ্য। পর্যটকরা এখানে এসে ডাইভিং করতে পারেন। যদি কেউ দিনের আলোতে ডাইভিং পছন্দ না-করেন, তবে তিনি রাতে ডাইভিং করতে পারেন। স্থানীয় পর্যটন ব্যুরো রাতে ডাইভিংয়ের সুবিধার জন্য ফিনল্যান্ড থেকে একটি বিশেষ ডুবোযান এনেছে। এ ডুবোযানটি সমুদ্রের ৭০ মিটার গভীরে যেতে পারে। বিশ্বে এ ধরনের ডুবোযান আছে মাত্র ৮টি এবং চীনে মাত্র এই একটিই।

আলিম. সুন্দর ও পরিস্কার প্রাকৃতিক পরিবেশের কারণে এ দ্বীপে বড় ধরনের কচ্ছপসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণী দেখা যায়। সাধারণত রাতের ডাইভিংয়ে ৪০ মিনিট সময় লাগে। ডাইভিংয়ের সময় আপনারা সমুদ্রের নিচে নানা ধরনের মাছ ও প্রাণী দেখতে পারেন এবং উপভোগ করতে পারেন সমুদ্রের আশ্চর্য সুন্দর সহস্যময় দৃশ্য।

সুবর্ণা. আলিম ভাই, আপনি কি কখনো ডাইভিং করেছেন?

আলিম. না, সুবর্ণা, আমি এখনো সমুদ্রে ডাইভিং করিনি বা করার সুযোগ পাইনি। সত্যি বলছি, প্রথম সুযোগেই আমি সমুদ্রের তলদেশে যেতে চাই; এটা আমার স্বপ্ন। আমার আরেকটি স্বপ্ন হচ্ছে মহাকাশে যাওয়া। মহাকাশ থেকে আমি পৃথিবী দেখতে চাই।

সুবর্ণা. আমিও শুধু স্নরকেলিং করেছি। ডাইভিংটা করা হয়ে ওঠেনি। অবশ্য আমিও ডাইভিং করতে চাই। বিষয়টা আমাকে বেশ আকর্ষণ করে। তবে ডাইভিংয়ের কলাকৌশল আগে শিখে নিতে হয়। তার জন্য রীতিমতো পরীক্ষা দিতে হয়।

আলিম. প্রিয় শ্রোতা, আমাদের কথা শুনে আপনার যদি মনে হয় যে, হাইনান শুধু সমুদ্রের শহর, তাহলে ভুল করবেন। এখানে সমুদ্র ছাড়াও আছে আদিম বন ও পাহাড়। এর মধ্যে ছিশিয়ান পাহাড়াঞ্চলের দৃশ্য দারুণ সুন্দর। পাহাড়ের আঁকাবাঁকা পথে গাড়ি চালিয়ে ছিশিয়ানলিং যাওয়া যায়। যাওয়ার পথে রাস্তার দু'পাশে আপনাদের চোখে পড়বে সবুজ রঙয়ের সুপারি বাগান। আর, দূরে দেখতে পাবেন মেঘের মধ্যে লুকিয়ে থাকা সুন্দর পাহাড়।

সুবর্ণা. এখানে একটি হোটেল আছে। এর নাম 'রহস্যময় আদিম বন' হোটেল। এটি পাহাড়ের গভীরে অবস্থিত। এটি খুঁজে বের করতে রীতিমতো কষ্ট করতে হয়। আদিম বন হোটেলের আশেপাশে আট শতাধিক প্রজাতির উদ্ভিদ ও দুই শতাধিক প্রজাতির পশুপাখি দেখা যাবে। শুনেছি বনের বানররা মাঝে মাঝে হোটেলের অতিথিদের কক্ষে ঢুকে তাদের কাপড়চোপড় চুরি করে। মানুষের কাপড় পড়ে বনের মধ্যে নাকি বানরদের লাফঝাপ দিতেও দেখা গেছে। তাই, এখানে বেড়াতে এলে, নিজেদের কাপড়চোপড় সাবাধানে রাখবেন। বলা যায় না, কখন বানরের দলের কাপড় পড়ার সখ হবে! আসলে, হোটেলটি তৈরির সময় বনের পশুপাখিদের কথাও বিবেচনায় রাখা হয়েছে। হোটেলের কারণে যেন আশেপাশের বন্যপ্রাণীগুলো ভয় পেয়ে অন্যত্র চলে না যায়, সেদিকে নজর রাখা হয়েছে যতদূর সম্ভব। আরেকটি কথা, এই হোটেলের উষ্ণপ্রস্রবণ খুবই জনপ্রিয় ও বিখ্যাত।

আলিম. ছিশিয়ানলিং চীনের লি জাতি ও মিয়াও জাতির বাসস্থান। এ দুটি সংখ্যালঘু জাতির সংস্কৃতির সাথে পরিচিত হতে হলে আপনাকে যেতে হবে বাওথিং জেলার 'বিনলাং ভ্যালি' নামক এলাকায়। তো, এই লি জাতি ও মিয়াও জাতির ঐতিহ্যিক স্থাপত্য মাচান ঘরের আদলে আদিম বন হোটেলের প্রথম তলাটি খালি রাখা হয়েছে। এই খালি জায়গাটিকে আপনি বনের পশুপাখিদের অভয়ারণ্য বলতে পারেন। তবে, বন্য সাপের কবল থেকে অতিথিদের বাঁচানোর ব্যবস্থাও আছে এতে। প্রথম তলার পিলারগুলো এমনভাবে ডিজাইন করা যাতে সাপ সেগুলো বেয়ে উপরে উঠতে না-পারে।

সুবর্ণা. এটি খুবই ভালো ডিজাইন। সাপকে আমি খুব ভয় পাই। আদিম বনের হোটেলে ঢুকে সাপের খেলা দেখতে আমি সত্যিই চাই না। সে যাক, আদিম বনে থাকলে আপনি অবশ্যই নানা ধরনের বুনো শাকপাতার স্বাদ পেতে চাইবেন। হাইনান প্রদেশের চার ঋতুতেই নানা ধরনের বুনো শাক পাওয়া যায়। এগুলো খেতে মজা। নানা ধরনের ভিটামিন থাকায়, এসব শাকপাতা শরীরের জন্য ভালো।


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040