Web bengali.cri.cn   
চীনের কুইচৌ প্রদেশের সিচিয়াং উপজেলা: যেখানে মিয়াও জাতির বাস
  2013-11-06 15:55:16  cri

আলিম. আচ্ছা, সিচিয়াংয়ের পর্যটন তথ্য জানার পর এখন শ্রোতাদের দু'একটি চিঠি পড়ে শোনাতে চাই। লিখেছেন ঢাকার কচুক্ষেত থেকে প্রকৌশলী মো: মঞ্জুরুল আলম রিপন। তিনি লিখেছেন: চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে কুইচৌ প্রদেশের তং জাতির আবাসস্থলর সম্পর্কে সুন্দর কথামালা আর গান শুনলাম। চানলি গ্রামের অঞ্চল আর মানুষের কথা শুনে বিমোহিত হলাম। প্রায় প্রতিটি ঘরে একটি ছেলে আর একটি মেয়ে সন্তান। বিষয়টি অবিশ্বাস্য। গ্রামবাসীর ভিডিও দেখতে ইচ্ছা করছে। আমার প্রথম সন্তান আমার ছেলে অরিন। আশা করি পরেরটি মেয়ে হবে।

গত তিন মাসের কুইজ বিজয়ীদের নামের তালিকায় আমার নাম থাকায় খুশী হয়েছি। পুরস্কার আশা করি যথাসময়ে পেয়ে যাব।

সুবর্ণা: আমরাও আশা করি, আপনার একটি মেয়ে হবে। চানলি গ্রামের ভেষজ ওষুধ ছাড়াই আপনার মনের আশা পূরণ হোক। শুভ কামনা। চিঠির জন্য ধন্যবাদ; আর ক্যুইজ প্রতিযোগিতায় বিজয়ী হবার জন্য অভিনন্দন।

আলিম: পরের চিঠি লিখেছেন বাংলাদেশের গুলশান থেকে বিধান চন্দ্র টিকাদার। তিনি লিখেছেন: এ অনুষ্ঠানে তুং জাতির গল্প শুনে ভালো লাগল। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য, ঢোল টাওয়ারের বর্ণনা ভালো লেগেছে। তবে, আশ্চর্য হয়েছি গ্রামের প্রায় সব পরিবারে একটি ছেলে ও একটি মেয়ে থাকার কথা শুনে। অনুষ্ঠানে আলোচনার ফাঁকে ফাঁকে যে গানগুলো বাজানো হয়েছে, সেগুলোও ছিল চমত্কার। ধন্যবাদ আপনাদের।

সুবর্ণা: আপনাকেও ধন্যবাদ প্রিয় শ্রোতা। আপনাদের জন্যই আমাদের সকল প্রচেষ্টা ও আয়োজন।

আলিম: পরের চিঠি লিখেছেন বাংলাদেশের জামালপুর থেকে মো: আব্দুর রহমান। তিনি লিখেছেন: চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে ইউয়ুননান প্রদেশের চিয়ানশুই জেলার খাবার আর কিছু দর্শনীয় জায়গার বর্ণনা এবং কয়েকটি সুন্দর গান উপভোগ করলাম ওয়েবসাইটের অডিও লিংকের মাধ্যমে। চিয়ানশুই জেলার তৌফু খাবারের প্রতি বিশেষ আকর্ষণ বোধ করলাম। পরের এক অনুষ্ঠানে সিছুয়ান প্রদেশের চিউচাইকৌ সম্পর্কে জানতে পারলাম। ভালো লাগলো। সুন্দর ও তথ্যনির্ভর অনুষ্ঠান উপহার দেওয়ার জন্য আলিম ভাই ও সুবর্ণা আপুকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা-মতামত প্রচারের বিনীত অনুরোধ রইল।

সুবর্ণা. আমাদের অনুষ্ঠানে মতামত দেয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের অনুষ্ঠানে নিয়মিত শ্রোতা-মতামত প্রচার করার চেষ্টা করবো, কথা দিচ্ছি।

আলিম: এখন আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করবো। প্রশ্নটি হচ্ছে: সিচিয়াং পর্যটন শিল্প উন্নয়ন সম্মেলন কোন সালে আয়োজন করা হয়েছিল?

সুবর্ণা: প্রশ্নটি আবার বলি, সিচিয়াং পর্যটন শিল্প উন্নয়ন সম্মেলন কোন সালে আয়োজন করা হয়েছিল?

আলিম: আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn. (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040