Web bengali.cri.cn   
টু আওয়ার ইউথ দ্যাট ইজ ফেডিং এওয়ে
  2013-10-24 13:00:14  cri

'আমার মনে হয় বর্তমানে সবচেয়ে জরুরী কাজ হলো চীনের চলচ্চিত্রকে আরো ব্যাপকভাবে জনপ্রিয় করে তোলা। চীনের কোনো কোনো চলচ্চিত্র সত্যিকার অর্থেই ভীষণ ভালো। তবে বিদেশি দর্শক এখনো চীনের চলচ্চিত্র উপভোগ করায় অভ্যস্থ নন। বরং মার্কিন চলচ্চিত্র উপভোগ করাই বিশ্বের বিভিন্ন দেশের দর্শকদের প্রচলিত অভ্যাস। আমার মতামত এই যে, চীনে চলচ্চিত্র নির্মাণ করার পর শুধুমাত্র চীনে প্রদর্শন ছাড়াও, বিদেশে সেগুলো জনপ্রিয় করে তোলা উচিত্। শুধু নিজের চোখে চীনের চলচ্চিত্র উপভোগ করলে চীনের চলচ্চিত্র সম্পর্কে বিদেশি দর্শকদের নেতিবাচক ধারণা পাল্টে যেতে বাধ্য।'

চাও উই মনে করেন, চীনের চলচ্চিত্রের বাজার দিন দিন বিস্তার লাভ করায় বিদেশের অনেক চলচ্চিত্র কোম্পানির দৃষ্টিও এখন চীনের দিকে পড়েছে। ফলে আন্তর্জাতিক চলচ্চিত্রের সঙ্গে চীনের চলচ্চিত্রের ও অভিনেতা-অভিনেত্রীদের আরো বেশি সহযোগিতার সুযোগও তৈরী হচ্ছে। তিনি বলেন,  

'এখন অধিক থেকে অধিকতর বিদেশি প্রযোজক এবং পুঁজি বিনিয়োগকারী চীনের সঙ্গে সহযোগিতা করে চলচ্চিত্র নির্মাণে আগ্রহী হচ্ছেন। কারণ চীনের চলচ্চিত্র বাজার আগের চেয়ে অনেক ভালো ও বিস্তৃত। আসলে বিদেশি বিনিয়োগকারীরা চলচ্চিত্র বাজার ও টিকিট বিক্রি লব্ধ অর্থের ওপরই বেশী মনযোগী। কেননা চীনে তাদের বিনিয়োগ করা চলচ্চিত্র সফল হলে অবশ্যই অনেক বেশী পরিমান অর্থ মূনাফা করতে সক্ষম হবেন।'

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040