Web bengali.cri.cn   
টু আওয়ার ইউথ দ্যাট ইজ ফেডিং এওয়ে
  2013-10-24 13:00:14  cri



বাংলাদেশের উত্তরণ সিআরআই লিসেনার্স ক্লাবের মহা-পরিচালক প্রকৌশলী মোঃ মঞ্জুরুল আলম রিপন তাঁর ইমেইলে লিখেন,

আলোছায়া অনুষ্ঠানে লিলি লাবণ্য আপুর উপস্থাপনায় ভারতের চলচ্চিত্র তারে জামিন পার সিনেমার উপর পরিবেশনা শুনলাম।

তারে জামিন পার সিনেমাটি বের হবার সাথে সাথেই আমরা পরিবারসহ দেখেছি। সত্যি শিক্ষণীয় বিষয় যে, একটি বাচ্চার মনের কথা বুঝে তাকে গড়ে তোলা যায়। আমার কাছে সব চাইতে ভালো লেগেছে ইশান যখন বোডিং-এ উঠে, পরনির্ভশীলতা থেকে বেরিয়ে নিজের জুতা-মোজা পড়া, টাই বাঁধা শিখে নিজে নিজেই নির্ভরশীল হয়ে উঠে। প্রথমে বিষয়টি করুন মনে হলেও পরে বুঝতে পেরেছি একটি সন্তানকে মানুষ করার জন্য বিষয়টি অতীব জরুরী।

নায়ক আমির খান ছোট্ট ছোট্ট বিষয় থেকে অনেক সুন্দর বিষয়গুলি শিখিয়ে থাকে, যা কিনা আমাদের সন্তানদের মানুষ করতে কাজে আসবে। আলোছায়া অনুষ্ঠানে এমন একটি সিনেমাকে বেছে নেবার জন্য লিলি আপুকে আন্তরিক ধন্যবাদ জানাই।

আশা করি আলোছায়া অনুষ্ঠানের মাধ্যমে লিলি আপু আমাদের সাথেই থাকবেন।

1 2 3 4 5 6
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040