Web bengali.cri.cn   
সিছুয়ান প্রদেশের চিউচাইকৌতে চলুন বেড়িয়ে আসি
  2013-10-16 19:57:15  cri

সুবর্ণা. আচ্ছা, শ্রোতা, গান শোনা হল। এখন চিউচাইকৌ'র আবহাওয়া সম্পর্কে কিছু তথ্য জানাই। সমুদ্রপৃষ্ঠ থেকে চিউচাইকৌর উচ্চতা ১৯০০ থেকে ৩০০০ মিটার পর্যন্ত। এখানকার পাহাড়ের চূড়ায় সারা বছর বরফ থাকে। বসন্তকালে এখানকার আবহাওয়া ৯ ডিগ্রী সেলসিয়াস থেকে ১৮ ডিগ্রী সেলসিয়াসের মধ্যে ওঠানামা করে। গ্রীষ্মকালে তাপমাত্রা থাকে ১৯ থেকে ২২ ডিগ্রী সেলসিয়াস। তবে রাতের সময় একটু ঠাণ্ডা লাগে। তখন হাল্কা সোএটার পড়া ভালো। শরত্কালে বিশেষ করে অক্টোবর মাসের শেষ দিকে চিউচাইকৌ'র দৃশ্য হয় সবচে সুন্দর। কিন্তু তখনকার আবহাওয়া খুবই ঠাণ্ডা থাকে। তখন শীতকালের কাপড় পড়া নিরাপদ। চিউচাইকৌ'র উচ্চুঁ জলপ্রপাত, পাণ্ডা সমুদ্র, বাঁশ সমুদ্র, ময়ুর নদী, আদিম বনসহ বিভিন্ন প্রাকৃতিক দৃশ্য দারুণ সুন্দর। এ সব দৃশ্য দেখে আপনার মনে হবে, স্বর্গে প্রবেশ করেছি।

আলিম. এখানকার পাঁচ রঙয়ের হ্রদের দৃশ্য সবচে জনপ্রিয় ও বিখ্যাত। হ্রদের কাছে দাঁড়িয়ে এর গভীরে তাকালে রহস্যময় এক দৃশ্য চোখের সামনে ভেসে উঠবে। হ্রদের পানি এক পাশে হাল্কা নীল, এক পাশে গভীর সবুজ। আবার হ্রদের পানির নিচে শুকনো গাছের শাখা দীর্ঘ সময়ের ব্যবধানে পরিণত হয়েছে সুন্দর কোরেলে। সূর্যালোকে হ্রদের পানিতে দেখা যায় বহুবর্ণের খেলা। সে এক অতি রহস্যময় দৃশ্য। পাঁচ রঙয়ের হ্রদের সবচে উচুঁ স্থান বাঘ পাথরে দাঁড়িয়ে গোটা হ্রদের দৃশ্য উপভোগ করা যায। এটি চিউচাইকৌ'র সবচে সুন্দর দর্শনীয় স্থানের অন্যতম। শরত্কালে নানা রঙয়ের পাতা হ্রদের পানিতে পড়ে। ঝড়ে পড়া পাতা আর সূর্যালোক মিলেমিশে তৈরি করে দুনিয়ার সবচে সুন্দর রঙের এক হ্রদ। না দেখলে বিশ্বাস হবে না—এমন এক সৌন্দর্য তখন ফুটে ওঠে।

সুবর্ণা. আমি টেলিভিশন ও ওয়েবসাইটে পাঁচ রঙ হ্রদের দৃশ্য দেখেছি। ভীষণ সুন্দর আর রহস্যময় সেই দৃশ্য। চিউচাইকৌ'র প্রধান দর্শনীয় এলাকার দৈর্ঘ্য ১০ কিলোমিটারেরও বেশি। তিব্বতে বেড়াতে এলে তিব্বতী জাতির লোকদের রীতিনীতি আপনাকে অনুসরণ করতে হবে। যেমন তিব্বতী জাতির লোকরা ঘোড়া ও কুকুরের মাংস খায় না এবং কিছু কিছু অঞ্চলের লোক মাছও খায় না। কোনো তিব্বতী পরিবারের কর্তা যদি আপনাকে চা অফার করেন, তখন রীতি অনুসারে আপনাকে অবশ্য তার হাত থেকে দু'হাতে চায়ের পেয়ালা নিতে হবে, এক হাতে নয়। তিব্বতী জাতির লোকদের মাথা হাত দিয়ে স্পর্শ করা রীতিবিরুদ্ধ একটি কাজ, মনে রাখতে হবে।

আলিম. তিব্বতী জাতির লোকদের ভাষা, কাপড় ও রীতিনীতি চীনের অন্যান্য অঞ্চলের লোকদের চেয়ে ভিন্ন। সময় পেলে আপনি অবশ্যই এ সুন্দর স্থানে বেড়াতে আসবেন। চীনের সিছুয়ান প্রদেশ থেকে চিউচাইকৌ যাওয়ার বাস ও বিমান আছে। মিয়ানইয়াং শহর থেকে প্রতিদিন একটি করে ফ্লাইট আছে। আকাশ পথে সময় লাগবে ৪০ মিনিট। লেশান শহর থেকে প্রতি বৃহস্পতিবার ও রোববার সকাল ৮:৩০ টায় বাস ছেড়ে যায়। তবে, বাসে যেতে সময় অনেক বেশি লাগবে, স্বাভাবিকভাবেই।

সুবর্ণা. এ দর্শনীয় স্থান পাহাড়াঞ্চলে অবস্থিত হওয়ার কারণে স্থানীয় এখানে খাদ্যদ্রব্যের মূল্য অন্যান্য শহরের তুলনায় অনেক বেশি। বাইরে থেকে পণ্য এখানে আসতে সময় বেশি লাগে এবং পরিবহন খরচও অনেক বেশি। তাই মূল্যও বেশি। আপনি যখন এখানে বেড়াতে আসবেন, তখন সঙ্গে কিছু শুকনো খাবার নিয়ে আসলে ভালো করবেন। আপনার ভ্রমণ খরচ কিছুটা কমবে তাতে। তবে, টাকা বাঁচানোর জন্য এখানকার রোস্ট খাঁশির মাংস, টক সবজি ও স্টেকের স্বাদ নেওয়া থেকে নিজেকে বঞ্চিত করবেন না। এসব খাবার বেশ মজার এবং বিভিন্ন রেষ্টুরেন্টে এসব খাবার পাওয়া যায়।

আলিম. চিউচাইকৌ'র গাইড আপনাকে একটি কথা বলবেন। কথাটি হচ্ছে: একবার এখানে বেড়াতে আসলে মাত্র চার ভাগের এক ভাগ দৃশ্য উপভোগ করা যায়। কারণ, চারটি ঋতুতে এখানকার দৃশ্য চার রকমের হয়। সুযোগ পেলে তাই ভিন্ন ভিন্ন ঋতুতে এখানে বেড়াতে আসার চেষ্টা করবেন। তাহলে, আপনি এখানকার সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে পারবেন।

সুবর্ণা. হ্যাঁ, সেটি আমার পরিকল্পনা। সময় পেলে আমিও যাবো, ছবির মতো এ দৃশ্য উপভোগ করবো। কিন্তু আপাতত আমাদের হাতে সময় কিন্তু একদম নেই আলিম ভাই। যেতে হবে। অনুষ্ঠানের সময় দ্রুত শেষ হয়ে আসছে। শেষ করার আগে একজন শ্রোতার চিঠি পড়ে শোনাতে চাই। আপনি কি চিঠিটি পড়ে শোনাবেন?

আলিম. সুবর্ণা, চিঠিটি লিখেছেন বাংলাদেশের নওগাঁ জেলার মোঃ সাদমান শাহরিয়ার। তিনি লিখেছেন: চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানে সি আনের ভালবাসার গল্প শীর্ষক মধুর সুরের গানটি আমার দারুন ভাল লেগেছে। মাইজি পাহাড়ের গুহা সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে ভাল লেগেছে। লানচৌ নুডুলস সম্পর্কে বেশ কিছু তথ্য জানলাম, জানলাম এই নুডুলস চীনের

মুসলমানদের অতি প্রিয় খাবার। নুডুলস রান্নার পদ্ধতি জেনে খুশি হয়েছি। রেশম পথ শীর্ষক গানের সুর্ও আমার হৃদয় ছুয়ে গেছে। সুন্দর অনুষ্ঠানের জন্য ধন্যবাদ।

সুবর্ণা. সুপ্রিয় শ্রোতা, আপনাকেও ধন্যবাদ জানাই আমাদের লিখবার জন্য। এখন আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্নটি করছি। প্রশ্নটি হচ্ছে: চিউচাইকৌ'র সবচে সুন্দর দর্শনীয় স্থানের নাম কী?

আলিম. প্রশ্নটি আবারও করছি: চিউচাইকৌ'র সবচে সুন্দর দর্শনীয় স্থানের নাম কী?

সুবর্ণা. আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামতও লিখে পাঠান। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn আপনারা ডাকযোগেও আমাদে চিঠি লিখতে পারেন।

আলিম. আজকের মতো তাহলে এখানেই বিদায়। আপনারা যে যেখানে আছেন, ভালো থাকুন, শান্তিতে থাকুন; আর চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের সঙ্গেই থাকুন। আগামী সপ্তাহে আবার কথা হবে, একই দিনে ও একই সময়ে। যাইচিয়ান। (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040