|
1016lvyou
|
দক্ষিণ-পশ্চিম চীনের সিছুয়ান প্রদেশের চিউচাইকৌ একটি দারুণ সুন্দর জায়গা। সেখানকার দৃশ্য স্বর্গের মতো সুন্দর। চিউচাইকৌতে বেড়ানোর জন্য প্রতি বছরের অক্টোবর মাসের মাঝামাঝি সময়টাই উত্তম। আজকের অনুষ্ঠানে আমরা আপনাদের নিয়ে এ সুন্দর স্থানে বেড়াতে যাবো।
আলিম. আচ্ছা, সুন্দর প্রাকৃতিক দৃশ্যের পরিচয় দেওয়ার আগে আমরা এ স্থানের নামটি একটু ব্যাখ্যা করি, কেমন? প্রথমেই জানতে চাইব চিউচাইকৌ অর্থ কী? জায়গাটিকে এ নামে ডাকা হয় কেন?
সুবর্ণা. হ্যাঁ, তা তো অবশ্যই। চীনা ভাষায় চিউ'র অর্থ ৯, চাই'র অর্থ গ্রাম, কৌ'র অর্থ ছোট নদী। এ দর্শনীয় স্থান চীনের সিছুয়ান প্রদেশের আব্বা তিব্বতি স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত। এখানে আছে বাইশুইকৌ নদীর শাখা এবং এর আশেপাশে আছে ৯টি তিব্বতী গ্রাম। এ কারণে স্থানটির নাম হয়েছে চিউচাইকৌ। আলিম. হুম, বেশ ইন্টারেস্টিং! তো প্রিয় শ্রোতা, এ স্থানটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২০০০ মিটারেরও বেশি উঁচুতে অবস্থিত। এখানে অনেক আদিম বন ও ছোট হ্রদ রয়েছে। এলাকাটির আরেকটি নাম 'রূপকথার দুনিয়া'। ২০০৭ সালে চিউচাইকৌ চীনের ৫ তারার পর্যটন এলাকার নামতালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। যদিও এখানকার দৃশ্য দারুণ সুন্দর, তবে বর্তমানে ৯টি গ্রামের মধ্যে মাত্র ৩টি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে।
সুবর্ণা. আচ্ছা, চিউচাইকৌ'র আরো কিছু তথ্য জানার আগে এ সম্পর্কে একটি সুন্দর গান শুনি। গানের নাম চিউচাইকৌ'র বসন্তকাল। গানের কথা বাংলায় অনুবাদ করলে মোটামুটি এমন দাঁড়াবে: চিউচাইকৌ'র বসন্তকালে বহুবর্ণ ফুল ফুটেছে/ প্রেমের সমুদ্রের কাহিনী প্রচলিত এখানে/ বসন্তকালে বাতাসের সাথে আসে নতুন এক বছর/ এখানে দুনিয়ার স্বর্গ/ সুখ-সংগীতের তালে মনে লাগে আনন্দের দোলা.....
আলিম. গান শোনা হল। চলুন আবারও বেড়িয়ে পড়ি চিউচাইকৌ'র পথে-প্রান্তরে। চিউচাইকৌ পর্যটন এলাকার মোট দৈর্ঘ্য প্রায় ৬ কিলোমিটার; এর আয়তন প্রায় ৬০ হাজার হেক্টর। পর্যটন এলাকার বিভিন্ন সুন্দর দৃশ্য ইংরেজী অক্ষর 'Y'-এর আকৃতির। এখানকার হ্রদের দৃশ্য সবচে রহস্যময় ও সুন্দর। হ্রদ, ঝর্ণা, জলপ্রপাতসহ নানা ধরনের সুন্দর দৃশ্য দেখা যায় এখানে। বলা হয়, হুয়াংশান পাহাড় দেখার পর আর কোনো পাহাড় ভালো লাগে না; এবং চিউচাইকৌ থেকে ঘুরে আসার পর অন্য কোনো নদীকে আর রহস্যময় মনে হয় না।
সুবর্ণা. চিউচাইকৌ'র ইতিহাস ৫০০০ বছরেরও অধিক পুরাতন। স্থানীয় অঞ্চলে চিউচাইকৌ সম্পর্কে অনেক রূপকথা প্রচলিত রয়েছে। এর মধ্যে একটি অতি জনপ্রিয় ও প্রচলিত রূপকথা হচ্ছে: প্রাচীনকালে পাহাড়ে একজন দেবতা বসবাস করতেন। তিনি পাহাড়াঞ্চলের উদ্ভিদজগত পরিচালনার দায়িত্ব পালন করতেন। দেবতার ৯টি মেয়ে ছিল। ওরা ছিল দারুণ সুন্দর, পরিশ্রমী ও সরল। মেয়েরা বড় হওয়ার পরও দেবতা তাদের বিয়ে দিতে চাইলেন না। তিনি পাহাড়ের মধ্যে কয়েকটি সুন্দর আরামদায়ক বাসভবন নির্মাণ করে মেয়েদের সে বাসভবনগুলোতে আটকে রাখলেন। মেয়েরা পিতার ভালোবাসা বুঝতে পারে, কিন্তু তারাও বাইরের দুনিয়া সম্পর্কে জানতে আগ্রহী। একদিন বড় মেয়ে মৌমাছিতে পরিণত হওয়ার কৌশল শিখে ফেলে। একদিনে তারা পিতার অবর্তমানে প্রজাপতি হয়ে বদ্ধ বাসভবন থেকে বাইরে বেড়িয়ে পড়ে এবং উপভোগ করে বাইরের দুনিয়ার সৌন্দর্য। আলিম. উড়তে উড়তে তারা চলে যায় অদূরের ১২টি পর্বতের সামনে। সেখানে দৈত্য থাকায় প্রাকৃতিক পরিবেশ ছিল দূষিত। মেয়েরা এ দৃশ্য দেখে দৈত্যকে পরাজিত করে সেখান থেকে বিতারিত করার উপায় খুঁজতে থাকে। তাদের মামা একজন শক্তিশালী দেবতা। তিনি মেয়েদেরকে সবুজ মণি দিয়ে তৈরী মালা দেন এবং তাদের শিখিয়ে দেন যে তা দিয়ে দৈত্যকে কীভাবে পরাজিত করতে হবে। মেয়েরা মামার কথামতো কাজ করে দৈত্যকে পরাজিত করে সেখান থেকে তাড়িয়ে দেয় এবং মণিগুলোকে ১২টি পর্বতের ছড়িয়ে দেয়। অল্প কিছুদিনের মধ্যে সেখানে সৃষ্টি হয় সবুজ বন ও পরিস্কার নদী। এ ছাড়া, যেসব মণি মাটিতে পড়েছিল, সেগুলো থেকে সৃষ্টি হয় ছোট ছোট হ্রদ। জায়গাটি হয়ে ওঠে দারুণ সুন্দর আর রহস্যময়।
সুবর্ণা. তারপর ৯ সুন্দরী মেয়ে স্থানীয় অঞ্চলের ৯ জন তিব্বতী জাতির পুরুষকে বিয়ে করে। তারা আলাদা আলাদাভাবে ৯টি গ্রামে বসবাস করতে শুরু করে। ফলে লোকেরা এ ৯টি গ্রামকে চিউচাইকৌ বলে ডাকে। এ রূপকথা মজার তাই না?
আলিম. হ্যাঁ, সত্যি বেশ রোমান্টিক এই রূপকথা। আমি জানি, চীনে এ ধরনের অনেক রূপকথা প্রচলিত আছে। অধিকাংশ রূপকথার উপজীব্য হচ্ছে নারী-পুরুষের প্রেম। আর প্রেম মানেই তো সুন্দর আর রহস্যময়তা, তাই না? তো প্রিয় শ্রোতা, রূপকথা শোনার পর চলুন এবার একটা গান শোনা যাক। গানের নাম সুন্দর ও রহস্যময় চিউচাইকৌ। এটিও চীনের বৈশিষ্ট্য। যে কোনো সুন্দর স্থান নিয়ে এখানে সুন্দর এক বা একাধিক গান আপনি পাবেনই পাবেন। চলুন গানটি শুনি।
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |