Web bengali.cri.cn   
ইউয়ুননান প্রদেশের চিয়ানশুই জেলায় চলুন বেড়িয়ে আসি
  2013-10-09 13:26:32  cri

আলিম. আচ্ছা, বন্ধুরা, চিয়ানশুই আর হোংহো জেলার কিছু তথ্য জানার পর আবার গানের পালা। এবার হোংহো ভ্যালি নামক একটি বিদেশি লোকসংগীত শুনি আমরা। গানের কথা মোটামুটি এমন: লোকেরা বলে তুমি জন্মস্থান ত্যাগ করবে, আমরা তোমার হাসি মিস করবো/তোমার চোখ সূর্যের চেয়েও উজ্জ্বল, তা আমাদের মন উজ্জ্বল করে/ যেয়ো না তুমি, এটাই তোমার জন্মস্থান, ভুলে যেয়ো না/ ভুলে যেয়ো না যে, এখানে তোমার প্রেমিকা থাকে...

সুবর্ণা. আচ্ছা, শ্রোতা, সুন্দর গানটি শোনার পর এখন আমরা শ্রোতাবন্ধুদের চিঠি পড়ে শোনাব। চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান বাংলাদেশ ও ভারতের অনেক শ্রোতার সমর্থন পেয়েছে এবং আমরা অনেক চিঠিও পেয়েছি। আপনাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানাই।

আলিম. বাংলাদেশের নওগাঁ জেলার দেওয়ান রফিকুল ইসলাম লিখেছেন:" চলুন বেড়িয়ে আসি " অনুষ্ঠান থেকে ছেংতু শহর-২ ছেংতুয়ের ছিংছেংশান পাহাড় ও তুচিয়াংইয়ান জলসেচ প্রকল্প সম্পর্কে জেনে আমার খুব ভালো লেগেছে। ছিংছেংশান পাহাড় চীনের তাও ধর্মের উত্পত্তিস্থলগুলোর অন্যতম। পাহাড়ে অনেক মন্দির আছে। সিছুয়ান চিকেন বার্গার' ভীষণ ঝাল এবং মজা। ছেংতু শহরের খাবার ও তুচিয়াংইয়ান জলসেচ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তথ্য জানানোর জন্য অনেক ধন্যবাদ ।

চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠানটি খুবই তথ্যবহুল একটি অনুষ্ঠান ।চীনকে জানার জন্য এই অনুষ্ঠান একটি জানালা স্বরূপ । কারণ, চলুন বেড়িয়ে আসি অনুষ্ঠান থেকে আমরা চীনের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, অধিবাসী, জীবন যাত্রা, আবহাওয়া , নিদর্শন, ও স্থাপনা সম্পর্কে জানতে পারছি।

সুবর্ণা. শ্রোতাদের সমর্থনই আমাদের কাজের প্রাণশক্তি। আমাদের অনুষ্ঠান সম্পর্কে কোনো মতামত বা প্রস্তাব থাকলে আমাদেরকে চিঠি লিখতে ভুলবেন না। এ মাসের শেষ দিকে আমরা গেল তিন মাসের বিজয়ী শ্রোতাদের নামতালিকা ঘোষণা করবো এবং উপহারও পাঠাবো। আমরা আপনাদের চিঠির অপেক্ষায় রইলাম।

আলিম. সময় দ্রুত চলে যায়, আজকের অনুষ্ঠান শেষ করার আগে আরেকটি গান শুনি আমরা। গানের নাম পাহাড়। গায়ক চীনের তাইওয়ান প্রদেশের একজন অতি জনপ্রিয় শিল্পী লি চুং শেং। গত ৩০ বছরের মধ্যে তিনি অনেক সুন্দর গান রচনা করেছেন এবং তার গান শুনে জীবনের অভিজ্ঞতা ও তাত্পর্য ভালভাবে বোঝা যায়।

সুবর্ণা. সুন্দর গানের পর আমি এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি। প্রশ্নটি হচ্ছে: চিয়ানশুই জেলার কোন খাবার সবচে জনপ্রিয়?

আলিম. প্রশ্নটি আবার বলি: চিয়ানশুই জেলার কোন খাবার সবচে জনপ্রিয়?

সুবর্ণা. আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040