Web bengali.cri.cn   
ফুচিয়ান প্রদেশের ছুয়ানচৌতে চলুন বেড়িয়ে আসি
  2013-10-08 15:30:53  cri

সুবর্ণা. গান শোনা হল। ছুয়ানচৌ শহরের সিচিয়ে'র বিভিন্ন হোস্টেলের তথ্য জানাই এবার। চা দোকান ছাড়া, প্রাচীনকালের স্থাপত্যে নির্মিত নতুন হোস্টেল পর্যটকদের আকর্ষণ করে থাকে। পাথরের রাস্তায় কোনো বাড়িতে প্রবেশ করলেই আপনি দেখবেন ইট ও কাঠ দিয়ে তৈরি পুরনো কক্ষ ইতিহাসের স্বাক্ষ্য বহন করছে। পাথর খোদাই, কাঠ খোদাই ও কালো বা লাল রঙয়ের ছাদ দেখে আপনি ফিরে যাবেন প্রাচীনকালে। পুরনো বাড়িতে বসে চা খাওয়ার সঙ্গে সঙ্গে একটি বই পড়া কত আরামদায়ক ব্যাপার তা সেখানে না-গেলে বোঝা আসলেই মুশকিল।

আলিম. হ্যাঁ, সিচিয়ে রাস্তায় আপনি সহজে গাইড খুঁজে পাবেন। তারা আপনাকে এখানকার বিভিন্ন স্থাপত্যের বিস্তারিত বৈশিষ্ট্য নিয়ে অনেক ব্যাখ্যা ও গল্প শোনাবে। আপনি জানবেন থাং রাজবংশ থেকে এ পর্যন্ত এ রাস্তার ইতিহাস। সিচিয়ে রাস্তায় প্রাচীনকালের অপেরা থিয়েটার দেখা যায়। থিয়েটারে এখনো আছে চীনের ঐতিহ্যিক বাদ্যযন্ত্র বাঁশি। সেই বাদ্যযন্ত্র প্রাচীনকালে ফুচিয়ান অপেরার প্রধান বাদ্যযন্ত্রের অন্যতম ছিল। থাং রাজবংশ থেকে এ বাদ্যযন্ত্রের ব্যাপক প্রচলন হয়।

সুবর্ণা. যদি আপনি পছন্দ করেন বা চীনের অপেরা শুনতে চান, তাহলে সিচিয়ের অপেরা থিয়েটারে আসতে ভুলবেন না। ছুয়ানচৌ অপেরার একটি বিশেষ নাম আছে, তা হল লিইউয়ান অপেরা। পেইচিং অপেরা ও অন্যান্য অঞ্চলের অপেরার চেয়ে এর পার্থক্য আছে। এই অপেরা সোং রাজবংশ আমলে সৃষ্ট। দুই শতাধিক গল্প ও সুর প্রধানত প্রাচীনকালের থাং ও সোং রাজবংশ আমল থেকে উত্তরাধিকারসূত্রে পাওয়া। বাজানো সুর ও বাদ্যযন্ত্র থাং রাজবংশ আমলের নিয়ম অনুসরণ করে থাকে। তবে অপেরার কথা সবই ছুয়ানচৌ শহরের আঞ্চলিক ভাষায়। অপেরার বিষয় মূলত প্রেমের গল্প। অভিনেতা ও অভিনেত্রী সুন্দর কাপড় পড়ে চেহারায় নানা রঙয়ের মেক-আপ নিয়ে অপেরায় গান এবং সাধারণত প্রতিটি প্রদর্শনের সময় ২ থেকে ৩ ঘন্টার। তাদের প্রদর্শনী দেখে প্রাচীনকালে ছুয়ানচৌ লোকদের জীবনযাপন পদ্ধতি অনুভব করা যায়।

আলিম. লিইউয়ান অপেরা ছাড়া, ছুয়ানচৌ শহরের পুতুল নাঁচ খুবই মজার। শিল্পীরা ৩০টিরও বেশি সুরের তালে তালে পুতুল নাঁচ প্রদর্শন করে। ব্যাপারটি বেশ কঠিন, যদিও শিল্পীরা কাজটা করে খুব সহজভঙ্গিতে।

সুবর্ণা. আচ্ছা, ছুয়ানচৌ শহরের কিছু ইতিহাস ও সংস্কৃতির তথ্য জানার পর স্থানীয় অঞ্চলের এক ধরনের হাল্কা খাবারের তথ্য জানিয়ে দেই। এর নাম সবুজ ডালের কেক। সবুজ ডাল দিয়ে পুর তৈরী করে ছোট কেক বানানো হয়, এ খাবার খেতে মিষ্টি ও সুগন্ধযুক্ত। যদি এখানে বেড়াতে আসেন, তাহলে তা খেতে ভুলবেন না।

আলিম. আচ্ছা, সময় দ্রুত চলে যায়। আজকের ভ্রমণও তাড়াতাড়ি শেষ হবে। শেষ করার আগে আমরা এ সপ্তাহের ক্যুইজ প্রতিযোগিতার প্রশ্ন করি, তা হল ছুয়ানচৌ শহরের অবৈষয়িক ঐতিহ্যের নাম কী?

সুবর্ণা. প্রশ্নটি আবার বলি, ছুয়ানচৌ শহরের অবৈষয়িক ঐতিহ্যের নাম কী?

আলিম. আমরা আপনাদের চিঠি অপেক্ষায় রইলাম। আমাদের যোগাযোগ ঠিকানা ben@cri.com.cn

সুবর্ণা. আর এ মাসের শেষ দিকে আমরা গত তিন মাসের ক্যুইজ প্রতিযোগিতার বিজয়ীদের নামতালিকা ঘোষণা করবো, যারা মাত্র এ খবর শুনেছেন, তারা এক্ষুণি আমাদের চিঠি লিখতে বসে যান। (সুবর্ণা/আলিম)


1 2
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040